শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে দুদকের অভিযানে হাসপাতাল থেকে স্যালাইন উদ্ধার

খোকন আহম্মেদ হীরা,বরিশাল: বিনামুল্যে বিতরণের জন্য ডায়রিয়ার সরকারী স্যালাইন মজুত করে রোগীদের বিতরন না করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন বরিশাল সদর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ষ্টোর থেকে এক হাজার স্যালাইন উদ্ধার করেছে।

সরবরাহ থাকা সত্বেও রোগীদেরকে না দিয়ে ষ্টোরে মজুত রাখার দায়ে ডায়রিয়া ওয়ার্ডের ষ্টোর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দুদক কমিশনার।

দুদকর কমিশনার এএফএম আমিনুল ইসলাম আকস্মিকভাবে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সাথে কথা বলে তিনি জানতে পারেন ডায়রিয়ার স্যালাইন রোগীদেরকে বাহির থেকে ক্রয় করতে হচ্ছে। এরপর তিনি ষ্টোর পরিদর্শন করে সেখান থেকে প্রায় এক হাজার স্যালাইন উদ্ধার করেন।

সরকারীভাবে বরাদ্দকৃত ডায়রিয়ার স্যালাইন রোগীদের না দিয়ে স্টোরে মজুদ রাখার দায়ে দায়িত্বরত ষ্টোর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মুনিরা ইয়াসমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন দুদক কমিশনার। পরিদর্শনকালে দায়িত্বরত দুই চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিতসহ নানা অনিয়ম পেয়েছে দুদক কমিশনার। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগী জানান, তিনি বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছে সরকারী স্যালাইন বরাদ্দ নেই, তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে বাহির থেকে পাঁচটি স্যালাইন ক্রয় করে আনতে হয়েছে। স্টোর ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মুনিরা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়