শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন জালিয়াতির ঘটনা সিআইডিকে তদন্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : জালিয়াতি করে ৫৫০ গ্রাম হেরোইনকে ৪৮ গ্রাম দেখিয়ে আশরাফুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে দেওয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্তের সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ। আসামিপক্ষে ছিলেন রিফাত জাহান।

আজ বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ বলেন, আসামি আশরাফুল ইসলাম ৫৫০ গ্রাম হেরোইনকে ৪৮ গ্রাম দেখিয়ে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের এই বেঞ্চ থেকে জামিন নেন। বিষয়টি আদালতের নজরে আনার পর তাঁর জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। এতে তাঁর জামিন বাতিল হয়ে গেল। একই সঙ্গে জালিয়াতির ঘটনা তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালে রাজশাহীর গোদাগাড়ী থানায় আশরাফুল ইসলাম বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এজাহারে উল্লেখ করা হয়, ৫৫০ গ্রাম হেরোইনসহ তিনি নিজ বাড়ি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন।

এ মামলায় একই বছরের ২৯ নভেম্বর পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বর্তমানে রাজশাহীর বিশেষ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতারের আদালতে বিচারাধীন।

এ মামলায় বিচারপতি শেখ আবদুল আওয়ালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন জামিন নেন এই আসামি। জামিনের কাগজপত্র বিচারিক আদালতে গেলে তা যাচাই-বাছাইয়ে বিষয়টি ধরা পড়ে। গত ১৯ মার্চ বিচারিক আদালত জামিনের আবেদনটি ফরোয়ার্ড করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে জামিন প্রদানকারী আদালতে ফরোয়ার্ড করেন। আদালত জামিন বাতিলের আদেশ দেন। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়