শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’টি সরকারি প্রতিষ্ঠানে একই সাথে চাকরি করছেন তিনি!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীর বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ পদে কর্মরত অর্পণা রানী দাস (৩৭)। একই সাথে তিনি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এভাবে তিনি দু’টি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে ১০ বছর ধরে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।

সরোজমিনে গিয়ে দেখা যায়,অর্পণার পিতা অনন্ত বানিয়া বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসের দায়িত্ব ছেড়ে ভারতে চলে যান প্রায় ১০ বছর আগে। তখন থেকে অর্পণা রানী দাস ইডিএ হিসেবে ওই ব্রাঞ্চ পোষ্ট অফিসে কাজ শুরু করার পাশাপাশি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

চিতলমারীর বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ অর্পণা রানী দাস একই সাথে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন বলে তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

চিতলমারী উপজেলা পোষ্ট মাষ্টার চিত্তরঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্পণা রানী দাস বাবুগঞ্জ বাজার ব্রাঞ্চ পোষ্ট অফিসে ইডিএ পদে ও মাহামুদকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। দু’জায়গা থেকেই তিনি সরকারী বেতন-ভাতা তুলেন। এটা নিয়ম বর্হিভুত কিনা সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

বাগেরহাট জেলা পোষ্ট অফিসের ইন্সপেক্টর বাবুল আক্তার বলেন, এ বিষয়টি জেলা পোষ্ট অফিসের জানা নেই। এ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। একই ব্যাক্তি দু’টি সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করার কোন বিধান নেই। এমন হলে অর্পণাকে অচিরেই একটি পদ ছাড়তে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়