শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে ৪লাখ ১০হাজার পিস ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন,টেকনাফ (কক্সবাজার): টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৪লাখ ১০হাজার পিস ইয়াবা বড়িসহ মিয়ানমার এক নাগরিক আটক একটি টমটম জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, ১১এপ্রিল ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ৩টি টহল দল নিয়ে টেকনাফ সদর বিওপির ১নম্বর সুুলিশ গেইট সংলগ্ন বেড়িবাঁধে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ব্রার্ম্মন পাড়ার মোঃ ইউনুছের ছেলে মোঃ হারুন (২৫) কে আটক করে। হোয়াইক্যংয়ের ঝিমংখালী বিওপির অধীনস্থ ৫ ও ৬নম্বর সুলিশ গেইটের মধ্যবর্তী লবণ মাঠ হতে ২লাখ ১০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং নাজিরপাড়া বিওপির চান্দুলিয়াপাড়া পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা বড়িসহ ১টি টমটম জব্দ করেন।

এই ঘটনায় সাবরাং লেজির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোঃ ইদ্রিস (৪৫) কে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়। জব্দককৃত ৪লাখ ১০হাজার ১শ ৫০পিস ইয়াবা আনুমানি মূল্য ১২কোটি ৩৩লাখ ৪৫হাজার টাকা। নিষিদ্ধ মাদক ইয়াবা রাখার অপরাধে ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা বড়ি, টমটম টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়