শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাস্টার প্লানের মাধ্যমে গাজীপুরের উন্নয়ন করা হবে

শাহানুজ্জামান টিটু : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান সরকার বলেছেন, মানুষ যদি ভোট দেওয়ার পরিবেশ ও সুযোগ পায় তাহলে জনগণ বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। একটি মাস্টার প্লাণ প্রনয়নের মাধ্যমে নগরীর সার্বিক উন্নয়ন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়ার পর বুধবার এই প্রতিবেদক তিনি এসব কথা বলেন। হাসান সরকার বলেন, তিনি আশা করেন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব দলকে সমান সুযোগ দেবেন।

তিনি বলেন, জনগণের ভোটে যেন নির্বাচিত হতে পারি সেই লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে কাজ করবো। নির্বাচিত হলে পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করবো। তখন মাস্টার প্ল্যান বলে দেবে, অগ্রাধিকারের ভিত্তিতে কোনটা প্রথম করা দরকার। আর কোনটা শেষে করতে হবে। তিনি বলেন, প্রধানত রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ, পয়ঃনিস্কাশন, সঠিক বর্জ্যব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণসহ নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়টিকে অগ্রধিকার দেওয়া হবে।

নির্বাচনে প্রধান চ্যালেঞ্জ কোনটি বলে মনে করেন এই প্রশ্নের জবাবে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, সরকার ও নির্বাচন কমিশন এখন মুখ দিয়ে যা কিছু বলছে তার যদি কিছু তারা বাস্তবায়ন করে তাহলে বিএনপি বিজয়ী হবে। কিন্ত এখন যা দেখছি নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি শুরু হয়েছে তা বন্ধ হওয়া দরকার। আমার যারা নির্বাচন করবে এবং দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা বন্ধ করা জরুরী। যারা কারাগারে রয়েছেন সেইসব নেতাকর্মীদের জামিন দেওয়া ।

কবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন জবাবে হাসান সরকার বলেন, নির্বাচনি ইশতিহার তৈরির কাজ চলছে। নির্বাচনের জন্য হাতে সময়ও কম। তাই যত দ্রুত সম্ভব এটা ঘোষণা করা হবে।
বিএনপি’র মনোনয়ন পাওয়ায় আল্লাহ তাআলা’র কাছে শুকরিয়া আদায় করেন হাসান সরকার বলেন, আমি আল্লাহ’র কাছে শুকরিয়া করছি। দেশের এই কান্তিকালে দেশনেত্রী খালেদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। তার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি লাখ লাখ কর্মীদের প্রত্যাশা। আজ নেতাকর্মীরা অত্যাচারিত, নির্যাতিত। তাদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ যেন আল্লাহপাক সফল করেন সেই লক্ষ্যে কাজ করে যাবো।

মেয়র প্রার্থী হাসান সরকার বলেন, বর্তমান মেয়র এম এ মান্নান নির্বাচনে দলের নেতাকর্মী ও সর্মথকদের নিয়ে সব ধরণের সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আশ^স্ত করেছেন। তিনি বলেন, মেয়র সাহেব দলীয় এই সিদ্ধান্ত মেনে নিয়ে বলেছেন আমাদের এখন সবচেয়ে বেশী প্রয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার জন্য ্ঐক্যবদ্ধভাবে কাজ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়