শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরে সংঘর্ষে ১ সেনা সদস্য ও ৩ বেসামরিক লোক নিহত

মাহাদী আহমেদ : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বুধবার জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ সেনা সদস্য ও ৩ বেসামরিক লোক নিহত হয়েছে।

কাশ্মিরের কুলগাম জেলার কোয়াইমো হাসপাতালের চিকিৎসকেরা জানান, ফয়সাল এলাহী(১৫) নামক এক তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো এবং তার শরীরে গুলির গভীর ক্ষত ছিলো।

এর আগে একই হাসপাতালে বিলাল আহমেদ দার(১৭) ও শারজিল শেখ(২৮) নামক দু’জন বেসামরিক ব্যক্তি কুলগামে’র খুদওয়ানি এলাকার ওয়ানি মহল্লায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংর্ঘষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। তবে তাদের সকলেই মৃত্যুবরণ করেছে।

ভারতের পুলিশ বাহিনী জানিয়েছে, বুধবার কাশ্মিরে জঙ্গি সংগঠণ লস্কর-ই-তাইবার কয়েকজন সদস্য একটি ঘরের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিচালায়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১ সদস্য নিহত ও ২ জন আহত হয়।

নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের সংঘর্ষের সময় স্থানীয় লোকজন নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে।

বুধবারের এ সংঘর্ষের ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কুলগামের সব স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়াও দক্ষিন কাশ্মিরের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

কুলগামের এ সংঘর্ষটি ছাড়াও বুধবার উত্তর কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে ছাত্র-ছাত্রীদের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজনেস স্টান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়