শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে পাকিস্তানিকে গাড়ি চাপা দেয়া মার্কিন কূটনৈতিক বিচারের মুখোমুখি হবেন

নূর মাজিদ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পাকিস্তানী তরুণকে গাড়ি চাপা দেয়া মার্কিন কূটনীতিক কর্নেল ইমানুয়েল হলকে হয় পাকিস্তানে নইলে তার নিজ দেশে বিচারের মুখোমুখি হতে হবে। পাকিস্তানের সংবাদ সুত্রে এই খবরের নিশ্চয়তা নিশ্চিত করেছে।

তারা জানায়, শনিবার মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা এবং আকাশ অভিযান সংক্রান্ত সামরিক অ্যাটাশে কর্নেল ইমানুয়েল হল ইসলামাবাদের দাম্মাম ই কোহ এলাকায় ট্রাফিক আইন অমান্য করে দুইজন মোটরসাইকেল আরোহী তরুণকে তার গাড়ি দিয়ে পেছন ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয় এবং আরেক তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পাকিস্তানের বিখ্যাত ইংরেজি দৈনিক দ্যা ডন মার্কিন দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত১১১১ব্যক্তি কূটনীতিক হিসেবে পাকিস্তানের আদালতে বিচারের আওতা মুক্ত থাকবেন। তবে, মার্কিন দূতাবাসের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কোথায় তার বিচার অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, এ বিষয়ে কোন সন্দেহ নেই তাকে বিচারের সম্মুখীন হতেই হবে কারণ অপরাধ মামলা হিসেবে একে প্রমাণসহ নথিভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, শনিবারের ঐ দুর্ঘটনার পর পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। এরপরই, পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানী কূটনীতিবিদের চলাচলের উপর কঠোর বিধি-নিষেধ আরোপ করে পাকিস্তান। হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়