শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাজনৈতিক দলগুলো বিদেশী অনুদান গ্রহণ করতে পারবে

নূর মাজিদ: ভারতের রাজনৈতিক দলগুলো এখন তাদের অতীতে গ্রহণ করা বৈদেশিক অনুদানের হিসাব দেয়া মুক্ত থাকতে পারবে। এছাড়াও, তারা এখন চাইলেই প্রবাসী ভারতীয় নাগরিক বা ভারতে স্থাপিত কোন বৈদেশিক প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠন সরাসরি অনুদান গ্রহণ করতে পারবে।

গত মাসে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে এই সংক্রান্ত একটি সংশোধনী অধ্যাদেশ আনা হয় যা কোন ধরণের বিরোধ ছাড়াই পাশ আইনে পরিণত হয়েছে।

উল্লেখ্য যে, ২০১০ সালের বিদেশী অর্থনৈতিক অনুদান সংক্রান্ত অধ্যাদেশ যার ফলে কোন বৈদেশিক সূত্র রাজনৈতিক দলগুলোর অনুদান গ্রহণ নিষিদ্ধ ছিলো গতমাসে উপস্থাপিত সংশোধনীতে তাতে পরিবর্তন আনা হয়।

এদিকে দেশটির মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক অধিকার কর্মীরা এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের ফলে এখন আইনি বৈধতার মাধ্যমে বিদেশী কোম্পানির পকেটে চলে যাবে ভারতীয় সরকার ও রাজনীতি এমনটাই আশঙ্কা তাদের।

উল্লেখ্য যে, ২০১৪ সালে দিল্লীর আদালত দেশটির দুই বৃহৎ রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির বিরদ্ধে লন্ডন ভিত্তিক খনিজ সম্পদ আহরণকারী কোম্পানি ভ্যান্ডেটা গ্রুপের কাছে বিপুল পরিমাণ অনুদান নেয়ার দায়ে দোষী বলে রায় দেন। ২০০৪-২০১২ সালের মধ্যে এই সমস্ত অর্থনৈতিক অনুদান নেয়া হয়েছিলো বলেই আদালত তার রায়ে জানিয়েছিলেন।

রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে যে, এই মুহূর্তে ভারতের শীর্ষ ধনী দল হলো ক্ষমতাসীন দল বিজেপি এবং পরের অবস্থানেই রয়েছে কংগ্রেস। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ - এই দুটি আর্থিক বছরে বিজেপির আয় বেড়েছে ৮১.১৮ শতাংশ, সেখানে কংগ্রেসের আয় কমেছে ১৪ শতাংশ। আল- জাজিরা/ এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়