শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরবানের বিজয়ের পর হাঙ্গেরীতে বিরোধী দলের প্রধান দৈনিক বন্ধ ঘোষণা

ইমরুল শাহেদ : অর্থনৈতিক কারণে হাঙ্গেরীর বিরোধী দলের দুইটি দৈনিকের মধ্যে একটি বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। দৈনিকটির প্রকাশক বলেছেন, প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পুনর্নির্বাচনে ব্যাপকভাবে বিজয় লাভের পর গণমাধ্যমের স্বাধীনতার আরও অবনতি হবে।
ম্যাগিয়ার নেমজেট নামের এই দৈনিকটি বন্ধ হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো হাঙ্গেরীর সংবাদপত্র কতোটা স্বাধীন। ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা এবং আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ বলেছে, এতে দেশটির কর্তৃত্ববাদের চিত্রই ফুটে উঠে।

এই দৈনিকটি ৮০ বছরের পুরনো। এটির মালিক ধণাঢ্য ব্যবসায়ী লাজোস সিমিকস্কা। এক সময় তিনি ছিলেন ডান ঘরানার প্রধানমন্ত্রীর অন্যতম মিত্র। এরপর তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং নির্বাচনে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন।

সিমিস্কার মিডিয়া হোল্ডিংস এক সময় যথেষ্ট লাভজনক ছিল। কিন্তু ওরবানের সঙ্গে হেরে যাওয়ার পর তাকে লোকসান গুণতে হয়। তার প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে কোনো বিজ্ঞাপন পায় না। প্রকাশক দৈনিকটির ওয়েবসাইটে ঘোষণা দেন, ‘ম্যাগিয়ার নেমজেটের অর্থনৈতিক সমস্যার কারণে মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন, ১১ এপ্রিল ২০১৮ থকে তারা আর দৈনিকটি প্রকাশ করবেন না।’ একইসঙ্গে দৈনিকটির অনলাইন ভার্সানও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিক্টর সিমিস্কা নির্বাচনে বিজয় লাভের দুই দিন পর এই ঘোষণা দেওয়া হয়েছে। তিনি তৃতীয় বারের মতো দুই তৃতীয়াংশ আসন পেয়েছেন। তার সংবিধান সংশোধন করার ক্ষমতা অর্জিত হয়েছে। এখন নিজের ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন তিনি। অনেকে মনে করছেন, দৈনিকটি বন্ধ করে দেওয়ার নেপথ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়