শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ব্যাটে-বলে রাজত্ব দক্ষিণাঞ্চলের

নিজস্ব প্রতিবেদক : প্রথম দিনের শুরু থেকে দ্বিতীয় দিনের অর্ধবেলারও বেশি সময় নিজেদের আধিপত্য দেখিয়েছে ইসলামি ব্যাংক দক্ষিণাঞ্চল। ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আরেক প্রান্তে মারমুখি দেলোয়ার। ফলে নিজেদের প্রথম ইনিংসে ৪০৩ রানের বড় সংগ্রহ পেয়েছে দক্ষিণাঞ্চল। এরপর বোলিংয়েও দারুণ খেলেছে দলটি। দ্বিতীয় দিন শেষে দলীয় ৯৫ রানেই প্রাইম ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম সারির ৩ জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছে দক্ষিণাঞ্চল।

বিসিএলের দ্বিতীয় দিনে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ২৯৯ রান নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণাঞ্চল। দেলোয়ারকে সঙ্গে নিয়ে ১০৭ রানের দারুণ এক জুটি গড়েন দলনায়ক সোহান। ফলে ৪০০ রান পার করে দলটি। কিন্তু এ জুটি ভাঙতেই ৩ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট হারিয়ে শেষ হয় দক্ষিণাঞ্চল ইনিংস।

৬৪ বল ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন দেলোয়ার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। ৫২ বলে ২টি চারের সাহায্যে ৪৪ রানের অপরাজিত থাকেন সোহান। পূর্বাঞ্চলের পক্ষে ৮৪ রানের খরচায় ৪টি উইকেট পান সৈয়দ খালেদ আহমেদ। ২টি করে উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই পূর্বাঞ্চল। দলীয় ৯৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে দলটি। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন প্রিমিয়ার লিগে ৫টি সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ আশরাফুল। তবে একপ্রান্ত আগলে দারুণ ব্যাট করছেন লিটন কুমার দাস। উইকেটে অপরাজিত আছেন ৬০ রানে। তার সঙ্গে ০ রান নিয়ে অপরাজিত আছেন ইয়াসির আলী। দক্ষিণাঞ্চলের পক্ষে ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে) : ইসলামি ব্যাংক দক্ষিণাঞ্চল (প্রথম ইনিংস) : ৪০৩ (১০৪.৪ ওভার) (নাফীস ১৭, মাহমুদ ৮৯, তুষার ১৩০, মিঠুন ২২, সোহান ৪৪*, দেলোয়ার ৬৩, - রাহী ২/৯০, সাইফউদ্দিন ২/৬৭, খালেদ ৪/৮৪, গাজী ১/৮৪)।

প্রাইম ব্যাংক পূর্বাঞ্চল (প্রথম ইনিংস) : ৯৫/৩ (৩৩ ওভার) (লিটন ৬০*, আফিফ ১৪, আশরাফুল ১২, ইয়াসির ০* - রাব্বি ২/৩৩, রাজ্জাক ১/২২,)

  • সর্বশেষ
  • জনপ্রিয়