শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাক ডু প্লেসির হাতে দর্শকের জুতা!

স্পোর্টস ডেস্ক : গ্যালারি থেকে জুতা উড়ে আসে। বিস্মিত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি সেই জুতা হাতে তুলে নেন। ঠিক কি করবেন বুঝে পান না। কিন্তু কেন তার দিকে ছুটে এলো এই পাদুকা।
চেন্নাইয়ে পানির সংকট হয়েছে তীব্র। ২০১৫ থেকে শুরু। এখনো চলছে। সংকট নিরসনের দাবিতে প্রতিবাদ চলছেই। এর মধ্যে মঙ্গলবার এম চিদাম্বরাম স্টেডিয়ামে হলো আইপিএলের চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কিংসদের প্রথম হোম ম্যাচ। পানির সংকট নিরসের দাবিতে মাঠে কিছু দর্শক প্রতিবাদ করেছেন। তাদেরই কারো ছুড়ে দেওয়া জুতা উঠেছিল কিংসের খেলোয়াড় ডু প্লেসির হাতে।

প্রতিবাদ যারা করছেন তাদের দাবি, চেন্নাইয়ের এই সংকটের সময় সেখান থেকে আইপিএল ম্যাচ সরিয়ে নেওয়া হোক। মাঠের বাইরে প্রতিবাদ হয়েছে। পোড়ানো হয়েছে জার্সি ও পোশাক। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কালো টি-শার্ট পরে কয়েকশ প্রতিবাদী ভেন্যুর কাছে এসে স্লোগান দিয়েছেন। ম্যাচে তার প্রভাব পড়েনি অবশ্য। শাসরুদ্ধকর খেলা শেষ ওভারে জিতেছে চেন্নাই।

একজন প্রতিবাদী জানালেন, আমরা চাই চেন্নাইয়ে অনুষ্ঠেয় ৭টি আইপিএল ম্যাচই সরিয়ে নেওয়া হোক। আর তা আমাদের দাবি যতদিন না পূরণ হয় ততদিন। দর্শকদেরও আমরা ম্যাচ বয়কটের আহ্বান জানাচ্ছি।' দর্শকরা অবশ্য তা শোনেননি। স্টেডিয়াম ছিল মানুষে ঠাঁসা।

রাজ্য সরকার অবশ্য আইপিএল কর্তৃপক্ষকে চেন্নাই থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সুপারিশই করছে। কিন্তু তারা এও জানাচ্ছে প্রতিবাদীদের হাত থেকে আইপিএলকে সমস্যা থেকে বাঁচাতে সব ব্যবস্থাই তারা নেবেন এবং নিয়েছেন।
সূত্র : এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়