শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে আন্দোলনরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে যানবাহন আটকা পড়েছে।

বুধবার দুপুর পৌণে ১২টার দিকে চৌহাট্টা এলাকায় সিলেটের জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের গাড়িও আটকা পড়েছিল বলে জানা গেছে। এসময় তিনি আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের দাবির মুখে তিনি লিখিতভাবেও তাদের দাবির প্রতি সমর্থন জানান।

আন্দোলনকারীরা জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে অবস্থান কর্মসূচি তুলে নেয়ার ব্যাপারে সিলেট মহানগরীর কোতোয়ালি থানার এসি গোলাম দস্তগীর, ওসি গৌছুল হোসেনের আলাপ-আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।আলাপ-আলোচনা এক পর্যায়ে বাক-বিতন্ডায় রুপ নিয়েছে। পুলিশ অবস্থান কর্মসূচি তুলে নিতে চাপ অব্যাহত রেখেছে। তবে আন্দোলনকারীরা তা পাত্তা দিচ্ছেননা।পুলিশের অবস্থান বিবেচনা করে তারা অ্যাকশনে যেতে পারেন বলে মনে হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে তারা যখন-তখন অ্যাকশনে নামতে প্রস্তুত। বর্তমানে রাস্তার চারাদিকে অসংখ্য যানবাহন আটকা পড়েছে।

এর আগে সকাল থেকে ‘দে দে চাকরি দে, নইলে মোদের বুলেট দে’, ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’, ‘দেবো, দেবো, রক্ত দেবো, রক্ত দিয়ে সফল হবো’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যায় ও কলেজ থেকে শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহীদমিনারের সামনে জড়ো হন।সকাল ১১টার দিকে তারা চৌহাট্টা পয়েন্টে অবস্থান গ্রহন করেন। কত সময় তারা সেখানে থাকবেন তা জানা যায়নি।

তবে এ রিপোর্ট লেখার সময় (দুপুর ২টা) পর্যন্ত সেখানে দলে দলে আন্দোলনকারীরা যোগদান করছেন। বেলা ২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌহাট্টা পয়েন্টে এসে যোগদান করেন।আন্দোলনকারীরা কোটা পদ্ধতি সংস্কার দাবির পাশাপাশি আটক আন্দোলনকারীদের দ্রুত মুক্তি ও পুলিশী নির্যাতনে আহতদের সরকারি খরচে চিকিৎসার দাবিও জানিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়