শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৮:২৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়াবে চীন

সান্দ্রা নন্দিনী: বিদেশি বিনিয়োগকারীদের নিজেদের শেয়ার বাজারে ব্যাপকহারে প্রবেশাধিকারের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এছাড়া, সম্প্রতি অর্থনৈতিকখাতে ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতিরও অতিদ্রুত বাস্তবায়নের কথা জানা গেছে। বুধবার দেশটির সিকিউরিটিজ রেগুলেটর বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত এশিয়ার সরকার, বাণিজ্য ও গবেষকদের বার্ষিক সম্মেলন ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’র বক্তব্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ওয়াই গ্যাং বলেন, চীনের অর্থবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অর্থাৎ, বিদেশি কোম্পানিগুলো এখন থেকে চীনা শেয়ারবাজারে অন্তত ৫১শতাংশ পর্যন্ত যৌথ অংশীদারিত্বের সুবিধা পাবে। যেখানে বর্তমানে ৪৯ শতাংশ অংশীদারিত্বের সুযোগ পায় বিদেশি কোম্পানিগুলো। এছাড়া, যাবতীয় সীমাবদ্ধতা আগামী তিনবছরের মধ্যে সমাধানের কথাও নিশ্চিত করেছে চীনের সরকার। এমনকি, চীনা ব্যাংকগুলো ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থাগুলিতে বিদেশি মালিকানায় এতদিনকার বলবৎ নিষেধাজ্ঞাসমূহও খুব শীঘ্রই তুলে নেবে দেশটি।

এরআগে, মঙ্গলবার একই ফোরামে বক্তব্য রেখে গাড়িসহ অন্যান্য কয়েকটি পণ্যের শুল্ক কমিয়ে আমদানি নীতি আরো সহজ করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের মধ্যেই এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এছাড়া, বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের মনোভাব এবং চীনকে একঘরে করার প্রচেষ্টার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন শি। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়