শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মত কান উৎসবে চলচ্চিত্র প্রদর্শন করবে সৌদি

সান্দ্রা নন্দিনী: এবছরই প্রথমবারের মত কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির তরুণ নির্মাতাদের মোট ৯টি শর্ট ফিল্ম নিয়ে উৎসবে যোগ দেবে সৌদি।

আগামী ৮-১৯ মে ফ্রান্সের কানে অনুষ্ঠিতব্য এ উৎসবটিতে ১৪ ও ১৫ মে সৌদি চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে বলে জানা গেছে। এছাড়া, কান উৎসবে নিজেদের প্যাভিলিয়ন তৈরি করে অতিথি ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে গোল টেবিল বৈঠকে যোগ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচিতেও যুক্ত হবে সৌদি আরব।

প্রসঙ্গত, ৩৫বছর ধরে চলচ্চিত্র প্রদর্শন বন্ধ থাকা সৌদি আরবে অতি সম্প্রতি দেশটির জেনারেল কালচার অথরিটি বা জিসিএ কর্তৃক সৌদি ফিল্ম কাউন্সিল সচল হয়েছে।

জিসিএ বোর্ড চেয়ারম্যান আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে জানান, সৌদি আরবের কান উৎসবে প্রথম আত্মপ্রকাশ অত্যন্ত গুরুত্ববাহী ও মাইলফলক স্থাপনকারী একটি বিষয়। তরুণদের প্রতিভাকে সমর্থন দেওয়ার মধ্যদিয়ে সৌদি চলচ্চিত্রশিল্পে ভূমিকা রাখতে সুযোগ সৃষ্টি করাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, সৌদি আরব একটি দীর্ঘস্থায়ী ও বৈচিত্র্যময় চলচ্চিত্রশিল্পে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এছাড়া, দেশটিতে সবধরনের চলচ্চিত্র নির্মাণে উৎসাহ ও সহযোগিতা প্রদান করে এ শিল্পকে একটি আন্তর্জাতিকমানের শিল্পে উন্নীত করার পরিকল্পনাও আমাদের রয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়