শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ের আলাদীন্স পার্ক: বিনোদনের খোলসে নোংরামির অভয়ারণ্য

মোঃ আল মামুন খান, ধামরাই: ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে প্রাকৃতিক পরিবেশে সুবিশাল জায়গায় গড়ে উঠেছে বিনোদনকেন্দ্র, যা আলাদীন্স পার্ক নামে ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। রাজধানীর উপকণ্ঠে সাভার উপজেলা সদর থেকে নদী পার হয়ে মাত্র কয়েক মিনিটের পথ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা/কুল্লা বাসস্ট্যান্ডের সেতুর দক্ষিণে কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় রয়েছে এ পার্ক। এ পার্কে রয়েছে ওয়াটার পার্ক ও রিসোর্ট, সু-বিশাল ড্রাই পার্ক ও আর্টিফিশিয়াল লেক। বড় ও ছোটদের জন্য অত্যাধুনিক রাইড, সু-বিশাল পিকনিক স্পট এবং কনভেনশন হল।

বড় ও ছোটদের জন্য বিনোদনের রাইডগুলোর মধ্যে রয়েছে বাম্পার কার, বুল রাইড, ডাবল ডেক কেরোসেল, স্পিড স্পিনিং কার, হাইড্রলিক পেন্ডুলাম, সুপার সুয়িং, মিনি সুইট ড্যান্সিং, কিডি বল গান, মিনি গেমস, ট্রেন, কিডি রাইডস জোন, প্যালে বোট ও ডায়নামিক সিনেমা হল। এ পার্কে বিনোদনের পাশাপাশি পরিবার পরিজন এমনকি সংগঠন-সমিতির সভা-সমাবেশ করার জন্যও পাচ্ছে কনভেনশন হল এবং সুবিশাল পিকনিক স্পট।

কর্মব্যস্ত ক্লান্ত জীবনে একটু প্রশান্তির জন্য সপরিবারে রাতে থাকতে পারেন এ পার্কের ভেতরে অন্যপাশের রিসোর্ট সেন্টারে। এখানে রয়েছে আধুনিক মানের কক্ষ। কক্ষের ভেতরে উন্নতমানের বিছানা ও অন্যান্য জিনিসপত্র।

তবে এইসব সুযোগ-সুবিধার আড়ালে চলছে কিছু নোংরামি কর্মকান্ড। সরেজমিন তদন্ত এবং বিভিন্ন জনের সাথে কথোপকথনের দ্বারা এবিষয়টি জানতে পারা গেছে । নামাজের সময় উচ্চ শব্দে বাজানো হয় গানবাজনা। ফলে ক্রমশঃ ক্ষুব্ধ হয়ে উঠছে স্থানীয় বাসিন্দারা। এছাড়াও অভিযোগ আছে সীতিপাল্লি ভূমিহীনপাড়ার এই জমিটিও পার্ক কর্তৃপক্ষ দখলে নেয়ার চেষ্টা করছে।

এলাকাবাসীর একাধিক অভিযোগ থাকলেও, বিষয়টি দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রশাসন। তারা বিভিন্ন অপকর্ম ঢাকতে প্রশাসনের কর্তা ব্যক্তিদের এ পার্কে দাওয়াত করে আনছে। সরেজমিনে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সীতিপাল্লি গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে এসব অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তবে এই বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষের দাবি তাদের পার্কে প্রাশাসনের কর্তাব্যক্তিরা প্রায়ই আসে। তাই তাদের পার্কে কোন অসামাজিক কার্যকলাপ এমনকি মাদকের ব্যবসা হয় না।

আলাদিন’স পার্কের ভিতরে বিভিন্ন রাইডস থাকলেও সেগুলোর বেশির ভাগ অকেজো হয়ে পরে আছে। ফলে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লীলতা। বিনোদনের জন্য তৈরি হলেও এখানে চলছে অসামাজিক কার্যকলাপ জানালেন পার্কের মূল ফটকের সামনের নাম প্রকাশে অনিচ্ছুক এক চা দোকানী।

এই প্রতিবেদককে তিনি আরো জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটিতে থাকে অসংখ্য তরুণ তরুণীর সমাগম, ২০০ টাকার টিকেটে দর্শনার্থীরা ঢুকে ঘন্টার পর ঘন্টা যে কর্মকান্ড করে সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এদের মধ্যে অধিকাংশই স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-কিশোরী এবং যুবক-যুবতী।

স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন, এ পার্কের ভিতরে স্কুল ড্রেস পড়া মেয়ে ও ছেলেদের একসাথে ঢুকতে দেখা যায় প্রায়ই। ভিতরে চলে আজব কারবার। অসামাজিক কাজে লিপ্ত হতেও সব ব্যবস্থা রয়েছে পার্কের ভিতরে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে আমি স্কুল ড্রেস পড়া একযুগল কিশোর-কিশোরীকে ধরেছিলাম। তখন পার্কের মালিকের ছেলে আমাকে ফোন করে এসব বিষয়ে নাক না গলাতে বারণ করে।

তাঁর কাছ থেকে আরও জানা যায়, পার্কের ভিতরে আলাদিন’স কটেজে ৩ থেকে ৪ হাজার টাকায় এক দিনের জন্য রুম ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে যুবক-যুবতীরা। টিকেট কেটে পার্কের ভিতরে গিয়ে দেখা গেছে, বাচ্চাদের বিনোদনের জন্য রাইডস থাকলেও সেগুলো সচল নেই। ভিতরে ঢুকলে চোখে পড়ে ঝোপঝাড়ের ভিতরে যুবক-যুবতী ও কিশোর-কিশোরীরা আপত্তিকর অবস্থায় বসে আছে। এছাড়া কটেজ ভাড়া নিয়েও চলছে দেহ ব্যবসা সহ মাদক ব্যবসা।

সীতিপাল্লি গ্রামের ভূমিহীনপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, পার্ক কর্তৃপক্ষ আমাদের ভূমিহীনদের জমি থেকে উচ্ছেদ করার জন্য একাধিকবার চেষ্টা করেছে, এখনও করছে। আমরা স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি, কিন্তু কোন প্রতিকার পাচ্ছিনা।

তিনি বলেন, আমাদের তাড়ানোর জন্য নানাভাবে নির্যাতন করা হচ্ছে। ঠিকমতো নামাজ পড়তে পারি না। নামাজের সময় উচ্চ শব্দে বাজানো হয় গানবাজনা। তারা আমাদের মানুষিক ভাবে নির্যাতন করছে যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই। আবার এসবের বিষয়ে প্রতিবাদ করলে পার্ক কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হুমকি দেয়া হয়। তাই পরিবারের কথা চিন্তা করে কাউকে কিছু বলতে পারিনা।

পার্কের দ্বিতীয় ফটকের কাছেই সড়কের পাশের রেষ্টুরেন্ট ব্যবসায়ী জানান, বাড়ির পাশে পার্ক হওয়ার পর আমরা কখনও ভিতরে যাই নাই। ভিতরে নাকি অসামাজিক কাজ কারবার হয়। আমার দোকানের সামন দিয়ে দেখি হাইফাই গাড়ি নিয়ে ছেলে মেয়েরা পার্কে যায়। তারা ভিতরে ফূর্তি করে আবার চলে যায়।

নাম প্রকাশ না করার শর্তে আলাদিন’স পার্কের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, এখানে বিনোদনের সকল ব্যাবস্থা রয়েছে, তৃতীয় তলা রিসোর্টে মোট ৪৪ টা রুম রয়েছে, ২৪ ঘন্টার জন্য ভাড়া গুনতে হয় তিন হাজার (৩০০০) টাকা। যা সাধারনত ভিতরে আসা নারী পুরুষদের জন্য ভাড়া দেয়া হয়। তবে যারা নারী সঙ্গি নিয়ে প্রবেশ করেন না, তাদের জন্য ভাড়া চার হাজার (৪০০০) টাকা সাথে ফ্রি থাকছে ২৪ ঘন্টার জন্য একজন নারী সঙ্গী, এছাড়াও ভিতরে আনন্দ ফূর্তির (মেয়ে, মদ, বিয়ারের) অঢেল ব্যবস্থা রয়েছে।

এ প্রসঙ্গে আলাদিন’স পার্কের পরিচালক মুঠোফোনে জানান, 'আমাদের পার্কে কোন অসামাজিক কাজ হয় না। এখানে প্রশাসনের কর্মকর্তারাও আসে। তবে পার্কের কেউ যদি অসামাজিক কাজের কথা বলে থাকে তাহলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালে ধামরাইয়ের আলাদীন্স পার্কটির উদ্বোধন করেন স্থানীয় এমপি এম এ মালেক। এই পার্কটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আলাদীন্স ওয়াটার কিং ডম, অন্যটি হচ্ছে আলাদীন্স এমেজ পার্ক। আলাদীন্স ওয়াটার কিং ডম পার্ক উদ্বোধন করেন সাবেক এমপি বেনজির আহমদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়