শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনের মধ্যেই সিরিয়ায় হামলার ঘোষণা করা হবে : ম্যাক্রোঁ

রাশিদ রিয়াজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, সিরিয়ার শাসকগোষ্ঠী বা দেশটিতে তার মিত্রদের বিরুদ্ধে নয় বরং এ হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে রাসায়নিক হামলার সক্ষমতা বিনষ্ট করে দেওয়ার জন্যে এবং একদিনের মধ্যেই এধরনের হামলার ঘোষণা দেওয়া হবে। প্যারিসে দেয়া এ বক্তব্যে ম্যাকে্রাঁ আরো বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ তার টিকে থাকার নিশ্চয়তায় ইসরায়েলি সীমান্তে অগ্রসর হচ্ছেন যা চুক্তির লঙ্ঘন। রাশিয়ার সেনাবাহিনী তাকে টিকিয়ে রাখার জন্যে গোপনে সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে আসাদের সেনা বাহিনীর হাতে রাসায়নিক হামলায় দেশটিতে অনেক মানুষ মারা যাচ্ছে। হারেৎজ

ম্যাকে্রাঁ বলেন, সিরিয়ায় এধরনের পরিস্থিতিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র ছাড়াও মিত্রদের সঙ্গে আমরা কৌশল ও প্রযুক্তিগত তথ্য আদান প্রদান করছি। এবং সিরিয়ায় হামলার ব্যাপারে শিগগির ঘোষণা আসছে। জাতিসংঘের নিরপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে এধরনের সামরিক হামলা করা হবে।
এদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ফ্রান্স সফরের আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে সিরিয়ায় হামলায় অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সৌদি ক্রাউন প্রিন্স বলেন, আমাদের মিত্র দেশগুরো চাইলে সৌদি আরব সিরিয়ায় এ হামলায় শামিল হতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়