শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশাখে কোন ছবিটি দেখবেন?

বিনোদন প্রতিবেদক : পহেলা বৈশাখ উপলক্ষে শুক্রবার (১৩ এপ্রিল) দুইটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এগুলো হলো- চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’।

একদিনের ব্যবধানে দুইটি ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে।

সায়েন্স ফিকশন ছবি ‘বিজলী’। এতে চিত্রনায়িকা ববি একজন সুপারহিরো রূপে হাজির হবেন। তার কাছে বিশেষ শক্তি থাকে, যা দিয়ে তিনি মানুষকে সাহায্য করেন। এজন্য তাকে বিপদেও পরতে হয়। তবে সবকিছু ছাপিয়ে অশুভ শক্তিকে পরাজয় বরণ করাবেন বিজলী। ছবিটির ট্রেলার এমনই গল্পের ইঙ্গিত দিচ্ছে।

‘বিজলী’তে ববি ছাড়াও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ ও কলকাতার রণবীর প্রমুখ।

‘একটি সিনেমার গল্প’ ছবিটি নির্মিত হয়েছে চলচ্চিত্রের মানুষদের গল্প নিয়ে। এর ট্রেলারে গতানুগতিক ধারার নির্মাণের আভাস পাওয়া গেছে। লাইট-ক্যামেরার বাইরে তিন তারকার ব্যক্তিগত জীবনের টানাপড়েনের গল্প দর্শক ছবিটিতে দেখতে পাবেন।

এতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, চম্পা, সাবেরী আলম ও সাদেক বাচ্চু।

এদিকে খোরশেদ আলম খসরু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া কথা’ ছবিটিও বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু ছবিটি মুক্তি থেকে পিছিয়ে এসেছে। খসরু বলেন, ১৩ এপ্রিল মুক্তি দেওয়ার প্রেক্ষাগৃহ পাচ্ছি না। তাই মুক্তি দিচ্ছি না। সূত্র : বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়