শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবেরী নদী নিয়ে বিরোধের জেরে আইপিএল ম্যাচ চলাকালীন বিক্ষোভ, ১৫০জন গ্রেপ্তার

নূর মাজিদ: কাবেরী নদীর পানি বণ্টনকে ঘিরে তামিলনাড়ু এবং কর্ণাটকের মাঝে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই তামিলনাড়–র প্রাদেশিক রাজধানী চেন্নাইতে আইপিএল ম্যাচ চলাকালীন রাজ্যটির রাজনৈতিক সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শন করেছে । তামিলনাড়ুর রাজনৈতিক দল ভিসিকে, এসডিপিআই, টিভিকে, টিভিআই এবং টিএমকে’র মত জনপ্রিয় রাজনৈতিক সংগঠনগুলো ভারতীয় ক্রিকেট প্রিমিয়ার লীগের কলকাতা বনাম চেন্নাই ম্যাচ চলাকালীন পি চিদাম্ববরাম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচী নেয়।

এসময় রাজনৈতিক নেতাকর্মীদের সমাগমে চেন্নাইয়ে যানবাহন চলাচল স্তিমিত পড়ে। তবে মিছিল নিয়ে স্টেডিয়ামের সামনের রাস্তায় পুলিশ ব্যারিকেডে বাঁধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। মিছিল ভেঙ্গে দিতে পুলিশ লাথি চার্জ করলে উভয়পক্ষের মাঝে তীব্র সংঘর্ষের সূচনা হয়। সংঘর্ষে অসংখ্য আন্দোলনকারীও আহত হন। সংঘর্ষ চলার সময় ও পরবর্তীতে পুলিশ এখন পর্যন্ত ১৫০ জন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রাজ্যের জনপ্রিয় রাজনীতিবিদ থামিম আনসারিও রয়েছেন।

এর আগে, সোমবার তামিলনাড়ুর জনপ্রিয় মহাতারকা ও রাজনীতিবিদ রজনীকান্ত জানান, কাভেরী নদী নিয়ে তামিলনাড়ুতে সঙ্কট চলাকালে তিনি চেন্নাইতে আইপিএল ম্যাচ অনুষ্ঠানের বিরোধিতা করেন। এরপরই, তামিলনাড়ুর বড় রাজনৈতিক দলগুলি এই ম্যাচকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয়।

তাদের দাবী, রাজ্যের কৃষক ও জনগণ যখন পানির অভাবে কষ্ট পাচ্ছে ঠিক তখন বৃহৎ পুঁজির কর্পোরেশনগুলো কেন্দ্রীয় সরকারের পরামশে চেন্নাইতে আইপিলএল ম্যাচ আয়োজন করে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে। দ্যা হিন্দু / ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়