শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা ও চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদে ফের ভারত বন্ধ

লিহান লিমা: শিক্ষা ও চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদেই মঙ্গলবার ফের ভারত বন্ধের ডাক দিল একাধিক সংগঠন। মূলত, জাতিভিত্তিক সংরক্ষণের প্রতিবাদেই এই বন্ধ। এর আগে গত সপ্তাহে তপশিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছিল একাধিক দলিত সংগঠন।

ভারত বন্ধ সমর্থকদের দাবি, জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে নয় আর্থিকভাবে দুর্বলদের জন্য সংরক্ষণ থাকা উচিত যাতে প্রত্যেক সমাজের মানুষ সমাজের মূল ধারায় আসতে পারে। দেশে নিম্নবর্ণের তপসিলি জাতি/উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। উচ্চবর্ণের মানুষজন তার বিরোধিতায় এবার মাঠে নেমে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন। মূলত ভারতের উচ্চবর্ণের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বন্ধের ডাক দেয়ায় বিভিন্ন রাজ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার শিক্ষা ও চাকরিতে জাতি ও সম্প্রদায়ের ভিত্তিতে সংরক্ষণের বিরোধিতায় ভারত বন্ধকে কেন্দ্র করে বিভিন্নস্থানে সহিংসতা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিহারে ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়া রাজ্যটিতে বন্ধ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আরাতে পাল্টাপাল্টি পাথর নিক্ষেপের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। বিহার ও ওড়িশায় বিক্ষোভকারীরা ট্রেন অবরোধ করে। মধ্যপ্রদেশের ভিন্দ ও মোরেনায় বিক্ষোভোর পর কারফিউ জারি করে প্রশাসন। উত্তরপ্রদেশ, পাঞ্জাবসহ কয়েখটি রাজ্যে ফিরোজাবাদে স্কুল-কলেজসহ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়। রাজস্থান ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে। মধ্যপ্রদেশে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। অনেক রাজ্যে আধাসামরিক বাহিনী ও অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। নিউজ ১৪, ওয়ান ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়