শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০১:২৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার সাজা হলেও ব্যাংকের কোটি কোটি টাকা দুর্নীতিতে কারো সাজা হয়নি

রফিক আহমেদ : সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও পাচারের সঙ্গে জড়িতদের ব্যাপারে সরকার এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সাজা হয়েছে। মঙ্গলবার মতিঝিল তার চেম্বারে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিবেদকের কাছে এসব কথা বলেন।

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যাপারে বিদেশে পাঠাতে কোনো বাধা থাকতে পারে না। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে যাচাই করে বিদেশে পাঠাতে পারে। এতে বিএনপির মতামত নিতে পারে সরকার।

গণফোরামের সভাপতি বলেন, বেগম খালেদা জিয়ার হাই কোর্টের জামিনের আবেদন দাখিল করার আগে আমার মতামত নিয়েছে, আমি তা দেখে দিয়েছি। জামিনের আবেদন হাই কোর্টে দাখিল করার পর জমিনও দিয়েছে।
বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় সাজা হয়েছে ভাল কথা, কিন্তুবেসিক ও ফারমার্স ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগের ব্যাপারেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তিনি বলেন, বেসিক ও ফারমার্স ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরও সরকার তাদেরকে সরাচ্ছে না। এই ব্যাংকগুলো কিভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে, তাদের ব্যাপারে কেন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসব ব্যাংকগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকার পরও ব্যাংকগুলো এখনো লোক নিয়োগ দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়