শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদমানের শতকে প্রথম দিন ওয়াল্টনের

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল) পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ওয়াল্টন মধ্যাঞ্চল। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে জয় চাই দলটির।

চতুর্থ রাউন্ডের ম্যাচের প্রথম দিনটা ভালোই কেটেছে তাদের। সাদমান ইসলাম অনিকের দারুণ এক সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেটে ২৪৯ রান তুলেছে দলটি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসটা জিতেছিল উত্তরাঞ্চলই। তবে বেছে নেয় ফিল্ডিং। আর ব্যাটিং স্বর্গে দারুণ ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার সাদমান ও সাইফ হাসান। গড়েন ২০০ রানের দারুণ এক জুটি। মূলত এ জুটির ওপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে দলটি। তবে এ জুটি ভাঙার পর দ্রতই আরো ২টি উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অবিচ্ছিন্ন ৪২ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

সেঞ্চুরি তুলে নিয়েছেন সাদমান ইসলাম। ২৩৯ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেন তিনি। সেঞ্চুরির পথে ছিলেন সাইফও। কিন্তু দুর্ভাগ্যজনকভাকে নার্ভাস নাইন্টিজের শিকার হন তিনি। ২৪৩ বল ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৪ রান করেন এ ওপেনার। মার্শাল ২০ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২১ রান করে অপরাজিত রয়েছেন। উত্তরাঞ্চলের পক্ষে ৫০ রানের খরচায় ২টি উইকেট তুলে নিয়েছেন ১৬ বছরের তরুণ পেসার শরিফুল ইসলাম। ১টি উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম দিনের খেলা শেষে
ওয়াল্টন মধ্যাঞ্চল : ২৪৯/৩ (সাইফ ৯৪, সাদমান ১০৭, রকিবুল ০, মার্শাল ২০*, মাহমুদউল্লাহ ২১*; রেজা ০/৪০, শরিফুল ২/৫০, তাইজুল ০/৭২, আরিফুল ০/১৩, সানজামুল ১/৬৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়