শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মুখোমুখি চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্স

স্পাের্টস ডেস্ক : আইপিএলের এগারোতম আসরে উড়ন্ত সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে দীনেশ কার্তিকের দল। আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজ ধোনির চেন্নাই সুপার কিংসে বিপক্ষে মাঠে নামবে কেকেআর।

চেন্নাইয়ে খেলা মানেই 'স্পিন অঙ্ক'। সাধারণত স্পিনাররাই সেখানে সুবিধে পান। যদিও বল আস্তে ঘুরে বলে অনেক সময় সামলে নেওয়ার সুযোগও পান ব্যাটসম্যানেরা। দুই দলের স্পিনারদের লড়াই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। এবং, দু’টি দলেই আইপিএলের অন্যতম সেরা স্পিনাররা রয়েছেন।

পিচ যে স্পিনারদের সাহায্য করবে তা বলেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘পিচটা একটু শুকনো। মনে হয় স্পিনারদের সাহায্য করবে। তবে ব্যাটসম্যানরাও রান করতে পারবে।’’

প্রতিপক্ষ কেকেআর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কেকেআরের স্পিনাররা খুব ভাল। তা ছাড়া ওদের দলে বেশ কয়েক জন ম্যাচ উইনারও আছে। যেমন ক্রিস লিন, আন্দ্রে রাসেল। ওরা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’’

কলকাতার তিন স্পিন অস্ত্রের নাম সুনীল নারাইন, কুলদীপ যাদব এবং পীযূষ চাওলা। সঙ্গে রয়েছেন অনিয়মিত স্পিনার নীতীশ রানা। অন্যদিকে চেন্নাইয়ের হাতে থাকা তিন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা, হরভজন সিং এবং ইমরান তাহির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়