শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট ক্বীন ব্রিজ থেকে শিশু অপহরণের চেষ্টা, আটক ২

আশরাফ চৌধুরী রাজু, সিলেট:সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে অপহরণকালে ২ অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটককৃত ২ অপহরণকারী হলো দক্ষিণসুরমা থানার লালাবাজার এলাকার টেংরা গ্রামের জালাল উদ্দিনের পুত্র .মাসুম আহমদ (২২) এবং বরগুনা জেলার বাবনা থানার দুসগালা গ্রামের জুমাদার বাড়ির মোস্তফা জুমাদারের পুত্র ফেরদৌস জুমাদার (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার আজমেরী থানার বিরাট গ্রামের আব্দুল হাসিমের পুত্র আব্দুল হক (১০) ক্বীন ব্রিজ এলাকায় ঘুরাফেরা করছিলো। এসময় একটি মিনি পিকআপ (গাড়ি নং: সিলেট ন ১১-০৬৫২) গাড়ি থামিয়ে গাড়ীর ড্রাইভার মাসুম এবং হেলপার ফেরদৌস শিশুটির সাথে কথা বলতে শুরু করলে আব্দুল হক জানায় এখনো সে উপোস। তখন অপহরণকারীরা ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠার সাথে সাথে তার হাত পা বেঁধে ফেলার চেষ্টা করে অপহরণকারীরা।

এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে। শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে জনতা শিশুটিকে উদ্ধার করে গাড়িসহ ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ সকালেই মিনি পিকাপসহ ২ অপহরণকারীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়