শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৮:২৬ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র মান্নানের বাসায় হাসানউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন পাওয়ার একদিন পর গাজীপুরের সিটি করপোরেশনের বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নানের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি মান্নানের বারিধারার বাসায় যান।হাসানউদ্দিন সরকারের সঙ্গে রয়েছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনসহ অন্যান্য নেতারা। এমএ মান্নানও গাজীপুরের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দুজনের দূরত্ব কমিয়ে কাছাকাছি আসতেই হাসানউদ্দিন সরকার মান্নানের বাসায় যাচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তাদের সম্পর্ক এমনিতেই নিবিড়। তারপরও আসন্ন সিটি নির্বাচনে এম এ মান্নানের পরামর্শ নেওয়ার জন্যই হাসানউদ্দিন সরকার তার বাসায় যাচ্ছেন। কীভাবে নির্বাচন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করবেন তারা।

এর আগে গতকাল সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে হাসানউদ্দিন সরকারের ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘যৌক্তিক’ কিছু কারণে বর্তমান দুই মেয়র গাজীপুরের অধ্যাপক এমএ মান্নান এবং মনিরুজ্জামান মনিকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।

এর আগে গত রোববার বিএনপির মনোনয়ন বোর্ড প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রার্থী বাছাইয়ের আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় বিষয়টি নিয়ে দিনভর আলাপ-আলোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়