শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৫:৪৪ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিবিদ্ধ ফিলিস্তিনি তরুণের লাশ ও তাহাদের উল্লাস!

রাশিদ রিয়াজ : একের পর এক ইসরায়েলি সেনারা মাটির উঁচু ঢিবি থেকে গাজা সীমান্তে গুলি করে ফিলিস্তিনি তরুণদের ঘায়েল করছিল। কোনো ফিলিস্তিনি তরুণ স্নাইপারদের গুলিতে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেই ওয়াচ টাওয়ার থেকে তারা উল্লাসে ফেটে পড়ছিল, করতালি দিচ্ছিল। এধরনের শ’খানেক ইসরায়েলি স্নাইপারকে গাজা সীমান্তে মোতায়েনের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। ফিলিস্তিনি তরুণদের শান্তিপূর্ণ ও অহিংস প্রতিবাদ বিক্ষোভে গুলি চালানোর দৃশ্য দেখে যারা উল্লাস করছিল তারা হচ্ছে একদল ইসরায়েলি তরুণ তরুণী। এ ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলি চ্যানেল টু’এর সাংবাদিক নির ভরি এধরনের একটি ছবি তার টুইটার এ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ইসরায়েলের নাহাল ওজে ওই ওয়াচ টাওয়ারে চার ইসরায়েলি তরুণী ও তিন তরুণ ছিল। ইসরায়েলি সাংবাদিক নির ভরি এ ছবির ক্যাপশানে লেখেন ‘বেস্ট শো ইন টাউন, রেসিডেন্টস অব নাহাল ওজ ইন দি স্ট্যান্ডস’। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এধরনের ছবির ব্যাপক সমালোচনা হয়। অনেকে একে ‘আউটডোর সিনেমার’ সঙ্গে তুলনা করেন। কেউ কেউ তা বিরক্তিকর ও বর্বর বলে মন্তব্য করেন। ইউএস ক্যাম্পেইন’এর নির্বাহী পরিচালক ইওসেফ মুনায়ের এ সম্পর্কে তার টুইট বার্তায় লেখেন, ইসরায়েলে নাগরিকদের এধরনের উল্লাস বিপদজনকও বটে।

গাজা সীমান্তে ফিলিস্তিনি তরুণদের বিক্ষোভ শুরু হবার পর গত ১০ দিনে ইসরায়েলি স্নাইপারদের গুলিতে এ পর্যন্ত অন্তত ৩২ জন মারা গেছে। আহত হয়েছে সহ¯্রাধিক ফিলিস্তিনি তরুণ তরুণী। গুলি ছাড়াও টিয়ার গ্যাস ছুড়ছে ইসরায়েলি সেনারা। ড্রোন ব্যবহার করে ফিলিস্তিনি তরুণদের ওপর এক ধরনের বিষাক্ত গ্যাস ছুড়ে মারার পর এতে আক্রান্তরা জ্ঞান হারাচ্ছেন। ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক ইয়াসের মুরতাজা রয়েছেন। আরো ৬ ফিলিস্তিনি সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়