শিরোনাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৫:৩৭ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিকদের ১’শ আসনের দাবি মানতে নারাজ আ.লীগ

হ্যাপী আক্তার : মহাজোট না ১৪ দলকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। ডিসেম্বরে জাতীয় নির্বাচনে জোটবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলটি। তবে, শরিকদের ১’শ আসনের দাবি মানতে রাজি না দলটি। আসন বণ্টনে আওয়ামী লীগের নেতারা বলছেন, সব দিক বিবেচনায় নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। গতবারের মতো এবারের নির্বাচনেও ১৫ থেকে ১৮টি আসন জোট শরিকদের ছাড়বে আওয়ামী লীগ।

২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের শরিক দলগুলো ৬০ আসনে প্রার্থীতা চাইলেও শেষ পর্যন্ত পেয়েছে মাত্র ১৮টি। এবার তারা একশ আসনে প্রার্থী দিতে চাইছে। দশম সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ৫ আসন চেয়ে পেয়েছিল ৩টি। আগামী নির্বাচনে দলটি ১৫ আসনে প্রার্থী দিতে চাইছে। অন্যদিকে গত নির্বাচনে ৭টি আসনে নৌকা প্রতীকে লড়াই করা জাসদ এবার দ্বিগুণ আসন দাবি করছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা কম করে হলেও ১৫ আসন চাইছি। তার বেশি চেয়ে লাভ নেই। তার মধ্যে আরো নানা রকরে পরিস্থিতিও কাজ করে।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আসনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তি করা হবে ।

১৪ দলের শরিক তরিকত ফেডারেশন প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে জোটের দলগুলোর মধ্যে আসন ভাগাভাগির পক্ষে।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর শাইজভান্ডারী বলেছেন, এমন কোনো সিট চাওয়া উচিন না, কারো যাতে করে আসনটি নষ্ট করে।

তবে আসন বণ্টন নিয়ে কৌশলী আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

১৪ দলের মূখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, যে যাই বলোক না কেন এখানে চাওয়া পাওয়ার ব্যাপারটি দলের ওপরে নির্ভর করে না। হারের জন্য তো আসন দেওয়া যাবে না।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রশিদুল আলম বলেছেন, যে কারণে হোক সর্তক থাকতে হবে। আসন বাড়ানো কমানো এখনো তা চিন্তার বিষয় নয়।

গেল নির্বাচনে সাম্যবাদী, ন্যাপ, গণতন্ত্রী পার্টি কয়েকটি আসনে প্রার্থিতা দাবি করলেও সাড়া দেয়নি আওয়ামী লীগ। এবারও দল চারটির নেতারা জোটগত মনোনয়নের আশা করছেন। আর পরিস্থিতি বুঝে আওয়ামী লীগের কাছে নির্বাচনের টিকিট চাইবে অনিবন্ধিত বাকি চার শরীক দল।

সূত্র : ইন্ডিপেনডেট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়