শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটার ব্যাপারটা পুলিশ দিয়ে পেটানোর কি দরকার ছিল : আফসান চৌধুরী

কায়েস চৌধুরী : সবাই ভাবছে সরকার নিজেই এই হামলা করিয়েছে। এটাই হচ্ছে অসুবিধা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা চলে যায় তখন এটা হতেই বাধ্য। এখন কোটার ব্যাপারটা পুলিশ দিয়ে পেটানোর কি দরকার ছিল? সরকারের পক্ষ থেকে কেউ গিয়ে কথা বলে আসতো। বিশেষ করে যখন ছাত্রীরা রাস্তায় নামে তখন বলতে হবে যথেষ্ট কষ্ট থেকে তারা এসেছে। আর আমাদের বর্তমান ঢাবি উপাচার্যের পরিচয়, উপাচার্যের চেয়ে দলের সমর্থক হিসেবে বেশি পরিচিত হয়ে গেছে। দুর্ভাগ্যজনক অবস্থা, তিনি রাজনৈতিক দলের প্রধান হিসেবে পরিচিত। তবে তার উপরে যে আক্রমণের চেষ্টা চালানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার ব্যাপারে আলাপকালে বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যে কেউ উপাচার্যের বাড়িতে আক্রমণ করতে পারে। উপাচার্য যদি এতো পলিটিক্স করে ওই জায়গায় না যেতেন তাহলে মানুষ অন্য কথা ভাবতো। কিন্তু সবাই ভাবে এরা শুধু পলিটিক্সই করে। এটা পলিটিক্সের অংশ কি না কে জানে? মুখোশ পরে এতো তোড়জোড় করে কেন উপাচার্যের বাড়ি আক্রমণ করেছে? এটা কোটা নিয়ে ঝামেলা তাহলে উপাচার্যের বাড়িতে আক্রমণ কেন? তাহলে কোটা ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেছে আর উপাচার্য এই দুই জনকে আলাদা কেউ ভাবছে না। ভাবছে একই জায়গার। তবে তার উপরে যে আক্রমণের চেষ্টা চালানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়।

আফসান চৌধুরী আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আর শিক্ষা প্রতিষ্ঠান নাই। এটা ছয় বছর আগেই বলেছিলাম। এটি মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানের যিনি প্রধান হবেন তাকে তো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই দেখা হবে। যে প্রতিষ্ঠানে যে নেতৃত্ব দেয় প্রতিষ্ঠানের চরিত্র অনুযায়ী তাকেই প্রধান হিসেবে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালকে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ভাবার কারণ কম। রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় বিধায় তার বাসায় হামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়