শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:৪৬ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমানে কোটাপ্রথা অযৌক্তিক ও বৈষম্য সৃষ্টিকারী : ড. সৈয়দ আনোয়ার হোসেন

আশিক রহমান : বর্তমানে কোটাপ্রথা যে অবস্থায় রয়েছে তা অযৌক্তিক ও বৈষম্য সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোটাপ্রথা ৫৬ থেকে ১০ ভাগে নামিয়ে আনা উচিত, এ বিষয়ে বিশেষজ্ঞ অভিমতও রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে যৌক্তিকতা রয়েছে। তিনি আরও বলেন, আমার মতে, সরকারের উচিত ছিল, আন্দোলনের শুরুতেই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা। সংলাপের মধ্যদিয়ে সংঘাত এড়িয়ে যাওয়া যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে পুলিশি তা-ব চলেছে তা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আক্রমণ করে, আগুন লাগিয়ে তছনছ করে যে দৃষ্টান্ত স্থাপন করল এটাও নিন্দনীয়।
অর্থাৎ কোনো পক্ষই আন্দোলনের নিয়ম-কানুন মানছে না। তবে আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা আছে। আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারকে ভেবে দেখা দরকার।অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনায় বসতে রাজি হয়েছেন। এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তাব করেছেন, এটাকে স্বাগত জানানো দরকার। রাজপথের বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন সংঘাত-সংঘর্ষ এড়িয়ে আলোচনার টেবিলে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার বলেও মনে করেন এই শিক্ষাবিদ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়