শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে স্বেচ্ছাশ্রমে নেতাই নদীর বেড়িবাঁধ নির্মাণ

ময়মনসিংহ প্রতিনিধি: ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে সোমবার নেতাই নদীর পশ্চিম গামারীতলায় বেড়ি বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকার বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক লোকের অংশগ্রহণে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল থেকে রক্ষা পেতে স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণ করেন। এ কাজের উদ্বোধন করেছেন গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ধোবাউড়া সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান সবুজ, আ. ওয়াহেদ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, বেড়ি বাঁধটি প্রথমে ৩৯ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করা হয়। শুরুতেই মাটির পরিবর্তে বালু দিয়ে কাজ শুরু করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে কর্তৃপক্ষ ৩৯ লাখ টাকা বরাদ্দ থেকে ১৪ লাখ টাকা কেটে নেয়। বাকি ২৫ লাখ টাকা ব্যয়ে কাজটি প্রাক্কলন মোতাবেক বাস্তবায়ন না করে বিল উত্তোলন করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে কিছুদিন যেতে না যেতে বাঁধটি ভেঙে যাচ্ছে। তাই বাধ্য হয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ করছেন।

উপজেলার গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, এই বেড়ি বাঁধ ভেঙে গেলে আমার এলাকার হাজার হাজার একর ফসল পানিতে তলিয়ে যাবে। ভেসে যাবে অনেক ঘর-বাড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়