শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কালো তালিকায় পাকিস্তানি কূটনীতিক, গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা

ওমর শাহ: সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে একজন পাকিস্তানি কূটনীতিককে কালো তালিকাভুক্ত করেছে ভারত। সেইসঙ্গে দেশটি ওই কূটনীতিককে গ্রেফতার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পাকিস্তানি কূটনীতিক আমির জুবায়ের সিদ্দিকি’র ছবি প্রকাশ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সংস্থাটি দাবি করেছে, ২০১৪ সালে শ্রীলঙ্কায় ভিসা কাউন্সিলরের দায়িত্ব পালনের সময় সিদ্দিকি আরো দু’জন কূটনীতিকের সহযোগিতায় শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে মার্কিন কনস্যুলেটসহ আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাতে চেয়েছিলেন। এ ছাড়া, তিনি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বহু গোপন তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন বলেও এনআইএ অভিযোগ করেছে।

ওই পরিকল্পনায় জড়িত থাকার দায়ে শ্রীলঙ্কায় নিযুক্ত আরেকজন সাবেক পাকিস্তানি কূটনীতিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এনআইএ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এ ব্যাপারে ইন্টারপোলের যথাযথ সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। বর্তমানে এসব কূটনীতিক পাকিস্তানে ফেরত গিয়ে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।

দুই চিরপ্রতদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান প্রায়ই পরস্পরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করে থাকে। সূত্র: আইআরআইবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়