শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে রেল ধর্মঘটের কারণে ক্ষতি ১০০ মিলিয়ন ইউরো

তানভী রিজভী: গত কিছুদিন ধরেই ফ্রান্সে রেল ধর্মঘট চলছে। আর এই কারণে ১০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়ে গেছে বলে জানান ফ্রান্স রেলওয়ের একজন অপারেটর।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁর শ্রম আইন সংস্কারের প্রতিবাদে অচল হয়ে পড়েছে দেশটির রেল ব্যবস্থা। ‘ব্ল্যাক টিউজডে’ বা ‘কালো মঙ্গলবার’ নামের এ ধর্মঘট তিন মাসের বেশি সময় ধরে চলবে। তবে প্রতি পাঁচদিনে দুদিন করে ধর্মঘট করবেন শ্রমিকরা। রাষ্ট্রীয় রেলওয়ে এসএনসিএফ-এর কর্মীরা ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তবে এই ধর্মঘটে জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আন্দোলনের যে দিন হচ্ছে সেদিন ক্ষতি হচ্ছে ২০ মিলিয়ন ইউরো। সে হিসেবে এখন পর্যন্ত ক্ষতি হয়েছে ১০০ মিলিয়ন ইউরো, যা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় ১০০৫ কোটি টাকা ।

এসএনসিএফ এর প্রধান পেপি জানান, এই আন্দোলনে ফ্রান্স অচল হয়ে পরেনি। তবে আমাদের গ্রাহকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

গেলো বছরের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেন ম্যাক্রোঁ।

ইউনিয়নগুলো জানিয়েছে, ঋণের ভারে জর্জরিত এসএনসিএফকে সংস্কারের পরিকল্পনা প্রতিষ্ঠানটির প্রাইভেটাইজেশনের পথকে সুগম করবে।

তবে ফরাসি প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলছেন, প্রতিষ্ঠানটির কাজে গতি আনতে ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যদি ধর্মঘটকারীরা সম্মান চান, তাহলে লাখো ফরাসি মানুষের কাজে যাওয়ার বিষয়টিও তাদের সম্মান করা উচিত।

সূত্র: এএফপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়