শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৪১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়া বিএনপি’র ৩৮ নেতাকর্মী কারাগারে

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় কুলাউড়া বিএনপির ৩৮ নেতাকর্মী জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার ৯ এপ্রিল মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ তাদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সাথে সংর্ঘষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা।
সেই রাতে কুলাউড়া উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ জন বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ওয়াদুল হাসান ও কৃষ্ণ দেবনাথের যৌথ বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এ জে আল মাসুদ ৫১ জনের মধ্যে ৩৯ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আটক নেতাকর্মীদের মধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, অন্য অংশের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মলাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুরমান আহমদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়