শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোকো হারামের কব্জায় থাকা ১৪৯ নারী ও শিশুকে উদ্ধার করেছে নাইজেরিয়ান সেনাবাহিনী

নূর মাজিদ: নাইজেরিয়ার কুখ্যাত সন্ত্রাসী সংগঠন বোকো হারামের কব্জায় থাকা ১৪৯ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে ৫৪জন নারী এবং ৯৫জন শিশু বা নাবালক। নাইজেরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র ওনেমা নাওয়াচুকুর বরাত দিয়ে রবিবার নাইজেরিয়ার বার্তা সংস্থা ‘নান’ একথা জানিয়েছে।

এসময় ওই মুখপাত্র বলেন, উদ্ধারকৃতদের বর্তমানে জরুরী চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে সেনাবাহিনী তাদের তথ্য নিয়ে বিস্তারিত বিবরণী তৈরি করবে। তবে কিভাবে ঐ নারী ও শিশুরা বোকো হারাম দ্বারা অপহৃত হয়েছিলেন সে ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

শনিবার ইয়েরিমারা কুরা এলাকার বোকো হারামের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানের পর এই সমস্ত নারী ও শিশুকে উদ্ধার করা হয়। এসময় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর তিনজন সদস্য মারা যায় বলেও জানানো হয়। এছাড়াও বোকো হারামের সাথে সম্পৃক্ততা রয়েছে সন্দেহে আরো পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নাইজেরিয়ান সেনাবাহিনী।

আদ্দিস আবাবা সংবাদ সংস্থা আল-জাজিরার আহমেদ ইদ্রিস জানান, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী সংগঠনটির কবল বিপুল পরিমাণ অঞ্চল সেনাবাহিনী মুক্ত করতে সক্ষম হলেও, পিছু হটার সময় বোকো হারাম বিপুল সংখ্যক মানুষকে জিম্মি হিসেবে বন্দি করে নিয়ে যায়। এদের মধ্যে নারী এবং শিশুদের সংখ্যাই বেশী।

বোকো হারামের নামের সরাসরি অর্থ হলো পশ্চিমা শিক্ষা বর্জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামী রাষ্ট্রগঠনের লক্ষ্যে তারা বিগত ১০ বছর ধরে তীব্র সংঘাত চালিয়ে যাচ্ছে। বোকো হারাম এবং নাইজেরিয়ান সেনাবাহিনীর মধ্যে নিয়মিত সংঘর্ষে সবচাইতে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন দারিদ্র পিরীত এই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়