শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে দুজনেরই জার্সি নম্বর ৪০০!

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয় ক্রিকেটের জনপ্রিয় দুই তারকা ড্যারেন ব্রাভো এবং কিয়েরন পোলার্ড। দুজনের মধ্যে দারুণ মিল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেটে দুজনেরই চাহিদা আকাশচুম্বী। জাতীয় দলের হয়ে একই সঙ্গে মাঠে নামলেও লিগ ক্রিকেটে বারবার দুই দলের হয়ে খেলেন এদুজন। চলতি আইপিএলে ব্রাভো খেলছেন চেন্নাই সুপার কিংসে এবং পোলার্ড খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

গত শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুজনের দল। ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায়, ব্রাভো এবং পোলার্ড দুজনের জার্সি নম্বর ৪০০! এটি দেখে সবার মনেই জেগেছিল প্রশ্ন- কেন একই নম্বরের জার্সি পরেছিলেন জাতীয় দলের দুই সতীর্থ?

অবশেষে সেই প্রশ্নের জবাব মিলেছে। কদিন আগেই প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ টি-২০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন কিয়েরন পোলার্ড। অন্যদিকে ডোয়াইন ব্রাভো প্রথম বোলার হিসেবে পেয়েছেন ৪০০ উইকেট। এই দুই উদযাপনের জন্য এ দুজন বেছে নিয়েছেন আইপিএলের উদ্বোধনী ম্যাচকেই।

অবশ্য জবাবটা দিয়েছিলেন চেন্নাইয়ের ক্রিকেটার ব্রাভো। তিনি বলেন, ‘পোলার্ড প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এবং আমি প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট পেয়েছি। তাই আমরা ঠিক করেছিলাম, যদি আমরা দুজনই আইপিএলের প্রথম ম্যাচে খেলি তাহলে ভিন্ন কিছু করব।’

অবশ্য একই নম্বরের জার্সি পরে উদযাপন যেহেতু শেষ হয়ে গেছে, তাই তারা আবারও ফিরে যাবেন নিজ নিজ পুরনো জার্সি নম্বরে। ব্রাভো বলেন, ‘এটা আমাদের দুজনের জন্যই ব্যক্তিগতভাবে দারুণ মাইলফলক। পোলার্ড মুম্বাইয়ের সঙ্গে কথা বলে, আর আমি চেন্নাইয়ের সঙ্গে। তারা আমাদের অনুমতিও দেয়। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে আমরা আমাদের নিজ নিজ জার্সিতে ফিরে যাব।’ উল্লেখ্য, ঐ ম্যাচে মুম্বাইকে ১ উইকেটে পরাজিত করে চেন্নাই। ম্যাচ সেরা হন ব্রাভো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়