শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ১১:৩০ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তাসহ অমীমাংসিত বিষয়ে এগুতে সম্মত ঢাকা-নয়াদিল্লি

তরিকুল ইসলাম : তিস্তাসহ অমীমাংসিত বিষয়ে এগুতে সম্মত ঢাকা-নয়াদিল্লি। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেসব গোখলে বলেছেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে তিস্তাসহ বেশ কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। এগুলো সুরাহার জন্য আমরা কাজ করছি।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট ৬ টি সমোঝতা স্বারক স্বাক্ষর হয়েছে।

যার দুটি হচ্ছে শিক্ষা এবং স্থানীয় সরকার খাতের দুইটি প্রকল্প বাস্তবায়নের জন্য ৫০ কোটি টাকা অনুদান। অনুদানের একটি প্রকল্প হচ্ছে, রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ২৫ কোটি টাকা অনুদান।

অন্যটি হচ্ছে, ৫০৯টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার এবং ভাষা সংক্রান্ত পরীক্ষাগার স্থাপনের জন্য ২৫ কোটি টাকা অনুদান দেবে ভারত।

এর অাগে সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।এছাড়াও এ বৈঠকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, দ্রুত রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে হবে। কেন না এই বিষয়ের সঙ্গে এই অঞ্চলের নিরাপত্তা জড়িত। বাংলাদেশ এবং মিয়ানমার প্রতিবেশি দেশ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে এই দুই দেশ বেশ কিছু চুক্তি করেছে। ভারত বিশ্বাষ করে যে চুক্তি অনুযায়ী দ্রুতই শতভাগ রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন করা হবে।

তিনি অারো বলেন, ভারত শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সঙ্কটের সমাধান চায়। এই সঙ্কট সমাধানে মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশকেই সহযোগিতা করছে ভারত।

গোখলে বলেন, দুই দেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ সবচেয়ে গুরুত্ব দেয়। দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়।

এ সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে শুভেচ্ছা জানান গোখলে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ের সমাধান হবে। তিস্তা ইস্যুতে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, 'দুই দেশের মধ্যে ঝুলে থাকা এই ইস্যু খুব শীঘ্রই মীমাংসা করা হবে।’

শহীদুল হক বলেন, দ্বিপক্ষীয় বিষয়ের ৫৫টি ইস্যুতে আলোচনা হয়েছে। যার মধ্যে রোহিঙ্গা সংকট, তিস্তা ইস্যু, শিক্ষা, জ্বালানী ও উন্নয়নসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে, এর অাগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

সফরকালে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, গতকাল রোববার বিকেল ৪টা ২০মিনিটে প্রথমবারের মত বাংলাদেশে পরিচিতমূলক সফরে আসনে ভারতের নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখাল। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বোতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগতম জানান।

গত জানুয়ারির শেষ দিকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসা বিজয় কেশব গোখালের এ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়