শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যুটিংয়ে শাকিল- জাকিয়ার পদক হাতছাড়া হওয়ার আক্ষেপ

স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে শ্যুটিং ডিসিপ্লিন শুরু হতেই হাওয়া বদলেছে বাংলাদেশ প্রতিনিধি দল। টানা তিনদিন প্রাপ্তির খাতা শূন্য হলেও রোববার চতুর্থ দিনে শ্যুটিংয়ের কল্যাণে পদক তালিকায় নাম ওঠে বাংলাদেশের। ১০ মিটার এয়ার রাইফেলে রূপা জয় করেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী।

সোমবার আরো দুটি পদক জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাংলাদেশকে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা চতুর্থ এবং ছেলেদের ১০ মিটার পিস্তলে শাকিল আহমেদকে ষষ্ঠ হয়ে পুড়তে হয়েছে হতাশার দহনে।
এদিন গোল্ড কোস্টের বেলমন্ট শ্যুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া ২০২ স্কোর করে চতুর্থ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে ষষ্ঠ হয়ে শেষ আটে উঠেছিলেন তিনি। পদকের লড়াইয়ে খুব কাছে চলে গিয়েও চতুর্থ হতে হলো। এই ইভেন্টে ২৪৭.২ পয়েন্ট নিয়ে সোনা জয় করেছেন সিঙ্গাপুরের মার্টিনা লিন্ডসে। সমান স্কোর করা ভারতের মেহুলি ঘোষকে তিনি হারান সাডেন ডেথে। ব্রোঞ্জ জয়ী ভারতের অপুর্ভি চান্দিলার স্কোর ২২৫.৩। এই ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের আরেক শ্যুটার সৈয়দা আতকিয়া হাসান। কোয়ালিফিকেশন রাউন্ডে দশম হওয়া শেষ পর্বে যাওয়া হয়নি তার।

বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনাময় ইভেন্ট ছিল ১০ মিটার পিস্তল। যেখানে অংশ নেন শাকিল আহমেদ ও আনোয়ার হোসেন। কোয়ালিফিকেশন রাউন্ডে ১৩তম হওয়ায় চূড়ান্ত পর্বে উঠতে পারেননি আনোয়ার। তবে এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার শাকিল সেরা আটে জায়গা করে নেন। আট নম্বর অবস্থান থেকে চূড়ান্ত পর্বে ওঠা এই শ্যুটার শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন। তার স্কোর ১৫০.১। এই ইভেন্টে ২৩৫.১ স্কোর গড়ে সোনা জিতেছেন ভারতের জিতু রাই। ২৩৩.৫ স্কোর নিয়ে রূপা জিতেছেন অস্ট্রেলিয়ার কেরি বেল। ২১৪.৩ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জয় করেন ওম মিথারভাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়