শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণ না করে গুদামে মজুদ

জান্নাতুল ফেরদৌসী: ভোলার মনপুরার বেকার জেলেদের জন্য বরাদ্দকৃত পুনর্বাসনে চাল বিতরণ না করে মজুদ রাখা হয়েছে গুদামে। ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিতরণের ছাড়পত্র দিলেও ইউপি চেয়ারম্যান ও গুদাম কর্তৃপক্ষের গাফিলতিতে খাদ্য গুদামেই পড়ে আছে চাল। এতে সরকারি সহায়তা বঞ্চিত রয়েছেন নিষেধাজ্ঞা মেনে চলা সাগরকুলের জেলেরা। দ্রুত চাল বিতরণ না হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মার্চ-এপ্রিল ২ মাস ইলিশ রক্ষা অভিযানের সময় বেকার জেলেদের পুনর্বাসনে মনপুরা উপজেলার ৪ হাজার ৫শ ৯৪ জন জেলের জন্য মাসে ৪০ কেজি করে প্রায় ৩৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে বরাদ্দকৃত চালের ছাড়পত্র দেয়া হয়।

আর উপজেলা খাদ্যদপ্তর গত ২৮ ফেব্রুয়ারি ও ২৭ মার্চ ২ মাসের ডেলিভারি অর্ডার দেয় সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অনুকূলে। কিন্তু চেয়ারম্যানরা এসব চাল ডেলিভারি না নেয়ায় গুদামে রাখতে বাধ্য হচ্ছে গুদাম কর্তৃপক্ষ। ফলে সরকারি সাহায্য থেকে বঞ্চিত জেলেদের দিন কাটছে নানা সংকটে।

জেলেরা বলেন, যা দিচ্ছে, তা আমরা পাই না। দু -একটা যাও পাই তা আমাদের কাছে পর্যন্ত আসে না। এর আগেই শেষ হয়ে যায়।

গত ২ মাস ধরে পুনর্বাসনের চাল গুদামে পড়ে থাকলেও, গুদামে চাল সংকটের অভিযোগ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা।

২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক বলেন, বিভিন্ন আবহাওয়া ও প্রতিকূলের কারণে এই সমস্যা দেখা দেয়। চাল চলে আসছে আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব।

মনপুরা ভোলা ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়রম্যান অলিউল্যাহ কাজল বলেন, আমার ইউনিয়নে বরাদ্দ নিবন্ধিত জেলের সংখ্যা ৩৪’শ উপরে। আমি ১ হাজার জেলের বরাদ্দ পেয়েছি। তাতে ৩ ভাগের একভাগও পাইনি।

ভোলা ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর বলেন, গুডাউন থেকে জানিয়েছে ১ জাহাজ চাল আসছে লুড না নিতে পারলে চাল দিতে পারবে না।

ভোলা মনপুরা খাদ্য গুদাদের খাদ্য পরিদর্শক আজিজুল হক মিয়া বলেন, ২ বস্তা ছাড়া চাল নেবে না।

ভোলা মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূইয়া বলেন, কেন গুদাম থেকে চাল নেয়নি এবং ১ সপ্তাহের মধ্যে চাল বিতরণ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়