শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০৫:১৯ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে হাওরে শুরু হয়েছে ধান কাটা উৎসব

[caption id="attachment_510792" align="alignnone" width="800"] "ফসল কেটে কৃষকের হাতে তুলে দিচ্ছেন প্রকৌশলী মোঃ অাতাউর রাব্বী"[/caption]

রবিন আকরাম : আগাম বন্যায় ২০১৭ সালে হাওরাঞ্চলের কৃষকরা এক মুঠো ধানও গোলায় তুলতে পারেননি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে চোখের সামনে নষ্ট হয় তাদের বহু কষ্টের ফসল। কৃষক কেঁদেছে অঝোরে। এবার পরিস্থিতি ভিন্ন। গতবারের অাগাম বন্যা থেকে শিক্ষা নিয়ে এবার পাউবোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা ফসল নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম করে গেসেন। তাদের এই পরিশ্রমের সুবাধে এবার কৃষকরা বাম্পার ফলনে ঘুরে দাঁড়িয়েছে।

হাওরের পাঁচ উপজেলায় ইতোমধ্যে বোরো ধান কাটা শুরু হয়েছে। কৃষি শ্রমিকরা ধান কাটতে হাওরে এসে জড়ো হয়েছেন। হাওর ও নদীর পাড় ঘেঁষে অস্থায়ী ঘর (জিরাতি বা বাথান) নির্মাণ করে কৃষি শ্রমিকরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। চলছে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত।

এ ব্যাপারে মিঠামইনের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ অাতাউর রাব্বী বলেন, গত অক্টোবরে যোগদানের পর থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছি শুধুমাত্র কৃষক যেন ফসল ঘর তুলতে পারে। আল্লাহর রহমতে আমাদের পরিশ্রমে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কৃষকরাও ফসল ঘরে তুলতে শুরু করেছে।

এই ফসল তোলার জন্য এত পরিশ্রম, তাই নিজে ফসল কেটে কৃষকের হাতে তুলে দিয়ে তার এই পরিশ্রমকে সাথর্ক বলে মনে করছেন তিনি।

কৃষক হুমায়ন রশীদ বলেন, গত বছর কোন ফসল ঘরে তুলতে পারি নাই। এবার আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। ফসল কেটে বাঁধ দিয়ে ঘরে তুলতে পারছি।

জানা গেছে, এ বছর ২ লাখ ২২ হাজার ৭১৯ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ২১ হাজার ৭৯২ মেট্রিক টন। এখন বিচ্ছিন্নভাবে হাওরে ধান কাটা হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগবে।

এদিকে, এ বছর আগাম বন্যায় পানিতে যাতে ফসল না তলায় সেজন্য বাঁধ সংস্কার ও নির্মাণ কাজও দ্রুত শেষ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়