শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রীরা হলে ফিরেছেন

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার বিচারসহ চার দফা দাবিতে রবিবার (৮ এপ্রিল) মধ্যরাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের ছাত্রীরা অবস্থান নিয়েছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতরে।

সোমবার (৯ এপ্রিল) সকাল ৬টার দিকে শেষ পর্যন্ত তারা হলে ফিরে গেছেন।

এর আগে, ছাত্রীদের নিজ নিজ হলে ফিরিয়ে নিতে ঢাবি প্রক্টর ও ছাত্রী হলগুলোর প্রভোস্টরা ভোর ৪টার পর থেকেই টিএসসিতে এসে ছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও তারা তাদের সঙ্গে হলে ফিরে যাননি। শিক্ষকদের সঙ্গে হলে না ফিরলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছিলেন ছাত্রীরা।

ছাত্রীদের দাবি ছিল— আন্দোলনকারীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার বিচার, ঢাবি ক্যাম্পাস থেকে অবিলম্বে পুলিশ প্রত্যাহার, আন্দোলন থেকে আটক হওয়া শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের মুক্তি এবং বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার।

রবিবার (৮ এপ্রিল) শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করার পর থেকেই আন্দোলনকারীরা ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায় অবস্থান নেন। তারা ঢাবি উপাচার্যের বাসভবনেও ভাঙচুর চালান।

এক পর্যায়ে তারা অবরুদ্ধ হয়ে পড়েন টিএসসি ও কার্জন হল এলাকায়। এর মধ্যে কোটা সংস্কারের আন্দোলনে একাত্মতা পোষণ করা ঢাবি ছাত্রীদের প্রায় সবাইই অবরুদ্ধ হন টিএসসির ভেতরে। এ সময় ক্যাম্পসের বিভিন্ন জায়গায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রবিবার দিবাগত মধ্যরাতে ঢাবি প্রক্টর একাধিকবার টিএসসিতে অবরুদ্ধ শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় অল্প কয়েকজন টিএসসি থেকে বেরিয়ে আসতে পারলেও আন্দোলনকারীদের বেশিরভাগই টিএসসির ভেতরে আটকা পড়েন। প্রক্টর নিজেও বলেন, ছাত্রীদের নিজ নিজ হলে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই অগ্রাধিকার পাবে।

টিএসসির ভেতরে থাকা ছাত্রীদের বের করে নেওয়ার জন্য সোমবার ভোরে টিএসসিতে আসেন বিভিন্ন ছাত্রী হলের প্রভোস্টরা। তবে এ সময় ছাত্রীরা তাদের সঙ্গে হলে ফিরে যেতে অস্বীকৃতি জানান। তারা টিএসসির ভেতরে থেকেই স্লোগান দিতে থাকেন।

ঢাবি রোকেয়া হলসহ ছাত্রীদের অন্য হলগুলোর প্রভোস্টরাও টিএসসিতে এসে ছাত্রীদের বুঝিয়ে হলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা বলছেন, হলে না ফিরলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে হলে ফিরিয়ে নেওয়ার কথা বলছেন শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘আমাদের আন্দোলনের ওপর কেন ছাত্রলীগ হামলা করেছে? ছাত্রলীগের ওপর প্রশাসনের কেন এই নির্ভরতা? ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের অনেক বোনের ওপর হামলা করেছে।

অনেকে আহত হয়েছে। এখন প্রভোস্ট ম্যাডামের সঙ্গে হলে ফিরে গেলে আমাদের নাম ধরে ধরে তালিকাভুক্ত করা হবে। আমরা তাদের সঙ্গে হলে ফিরে যাবো না। আমাদের ওপর হামলার বিচার করতে হবে।’

শেষ পর্যন্ত ভোর ৬টার দিকে ছাত্রী হলগুলো খুলে দেওয়া হলে ছাত্রীরা টিএসসি থেকে বেরিয়ে নিজেদের হলে চলে যান। সূত্র: বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়