শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের মাঠে অ্যাতলেতিকোর কাছে হোঁচট খেলো রিয়াল

কেএম হোসাইন : সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বির হতাশা এবারও কাটাতে পারলো না রিয়াল। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে এবারও দেখলো না জয়ের মুখ। রবিবার ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গেলেও আন্তোনিও গ্রিয়েজমানের লক্ষ্যভেদী শটে ১-১ গোলে ড্র হলো লা লিগা মৌসুমের শেষ মাদ্রিদ ডার্বি। এনিয়ে বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে শেষ পাঁচটি লিগ ম্যাচেই জয়হীন (৩ হার, ২ ড্র) থাকলো জিনেদিন জিদানের দল।

সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচ জিতে এদিন অ্যাতলেতিকোকে স্বাগত জানিয়েছিল রিয়াল। ৭ মিনিটে টনি ক্রসের নিচু শটে মার্সেলো লক্ষ্যে বল পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ব্রাজিলিয়ানের সামনে বাধা হয়ে দাঁড়ান অ্যাতলেতিকোর ডিফেন্ডার সাভিচ। ১০ মিনিটে ক্রসের কর্নার থেকে গ্যারেথ বেলের হেড ব্যাকপোস্টে যায়। কিন্তু বল রোনালদোর হাঁটুতে লেগে লক্ষ্যভ্রষ্ট হয় ওবলাক বাধা দেওয়ায়।

আবারও গোল করলেন রোনালদোদুই মিনিট পর হুয়ানফ্রান ডিবক্সের মধ্যে ক্রসকে ফাউল করলে রিয়ালের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। ওই মুহূর্তে মার্কো আসেনসিওর শট ক্রসবারে লেগে মাঠের বাইরে চলে যায়। ২০ মিনিটে রোনালদোর বাঁপায়ের শট সরাসরি চলে যায় অ্যাতলেতিকো গোলরক্ষকের হাতে। ওবলাক ২৮ মিনিটে আরেকবার রুখে দেয় রিয়ালকে, এবার ব্যর্থ হন রাফায়েল ভারানে। অ্যাতলেতিকো সুবর্ণ সুযোগ পায় দুই মিনিট পরই, দিয়েগো কস্তা একা গোলরক্ষককে পেয়েও গোলপোস্টের বাইরে দিয়ে বল মারেন।

বিরতির তিন মিনিট আগে দুর্ভাগ্য এগিয়ে যেতে দেয়নি রিয়ালকে। মার্সেলোর শট গোলবারে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে দ্বিতীয়ার্ধে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা বুনো উল্লাসে ফেটে পড়ে। তাদের উচ্ছ্বাসে ভাসান রোনালদো। ৫৩ মিনিটে বাঁপ্রান্ত থেকে বেলের ভাসিয়ে দেওয়া বলটি চমৎকার ভলিতে কোনাকুনি শটে জালে জড়ান পর্তুগিজ উইঙ্গার। এই নিয়ে শেষ ১০ ম্যাচে ১৯ গোল করলেন রোনালদো। কিন্তু হতাশা নিয়ে ৬৪ মিনিটে তাকে মাঠ ছাড়তে হয় করিম বেনজিমাকে জায়গা করে দিয়ে।

গ্রিয়েজমানের গোলে রিয়াল আবারও হোঁচট খেলোকারণ রোনালদোর গোলের উদযাপনের চার মিনিট পর আনন্দটা মাটি করে দেন আন্তোনিও গ্রিয়েজমান। ৫৭ মিনিটে বক্সের মধ্যে ভিতোলোকে পাস দেন তিনি। দারুণ কৌশলে এগিয়ে যান ভিতোলো, তবে নাভাস সামনে দাঁড়ানোয় তিনি ফিরতি পাস দেন গ্রিয়েজমানকে। এবার ফরাসি ফরোয়ার্ড নিজে লক্ষ্যভেদ করেন। ২ মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দিয়েগো সিমিওনির শিষ্যরা। কিন্তু সাউলের ক্রস থেকে কোকের হাফ-ভলি দারুণ চেষ্টায় রুখে দেন রিয়াল গোলরক্ষক নাভাস। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে সের্হিয়ো রামোসের ফ্রি কিক ঠেকিয়ে দেন ওবলাক।

এই ড্রয়ের পর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে অ্যাতলেতিকোর ব্যবধান দাঁড়ালো ১১ পয়েন্টে। ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার উপরে কাতালানরা। আর ৬৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাতলেতিকো। নগর প্রতিদ্বন্দ্বীর চেয়ে চার পয়েন্টে পিছিয়ে রিয়াল (৬৪)। ইএসপিএনএফসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়