শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসইতে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ফয়সাল মেহেদী : চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২২ কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য দিনে সার্বিক সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচক বাড়লেও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি বছরের ৮ জানুয়ারি ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা। রোববার ডিএসইতে বিভিন্ন কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ৬২২ কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৭২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা। অন্যদিকে সিএসইতে মোট ৩০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৫৫১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৯৭৯ টাকার শেয়ার ও ইউনিট।

আলোচ্য দিনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৫ দশমিক ৩৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৯ দশমিক ১৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৮ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করেছে।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তীত ছিল ৩৬টির শেয়ার ও ইউনিটদর।

অপরদিকে সিএসইর প্রধান মূল্যসূচক সিএসসিএক্স ৪০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩২ দশমিক ১৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৮ দশমিক ১৩ পয়েন্টে, সিএসআই সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৯ দশমিক ৩৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ দশমিক শূন্য ৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৮ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তীত ছিল ২২টির শেয়ার ও ইউনিটদর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়