শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় গ্যাস ও বিমান হামলায় নিহত অন্তত ১৫০

আব্দুর রাজ্জাক: সিরিয়া পূর্ব ঘৌতার অন্যতম প্রসিদ্ধ শহর দুমায় গ্যাস ও বিমান হামলায় নিহত অন্তত ১৫০জন। নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংগঠন হোয়াইট হেলমেটের বরাতে জানানো হয়েছে ব্যারল বোমার সাথে মারাত্মক গ্যাস সংযুক্ত করে উড়োজাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে যার দরুন হতাহতের সংখ্যা বেশি হয়ছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এই শহরটির ভয়াবহ হামলায় আরো অন্তত ১হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়জিত হোয়াইট হেলমেট।

শনিবার স্থানীয় সময় ২০:২০টায় পূর্ব ঘৌতায় হামলাটি চালানো হয়েছিল তবে ঠিক কোন পক্ষ কি কারণে এমন প্রাণঘাতি হামলাটি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিদ্রোহী ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে হামলাটি রাশিয়া চালিয়ে থাকতে পারে যদিও রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার বিদ্রোহীদের পাল্টা দোষারোপ করে অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবারেই আরো একটি বিমান হামলায় অন্তত ৩২জন নিহত হয়েছিল। ভয়াবহ বিমান হামলাটিতে আরো বহু আহত হয়েছিল যা উদ্ধার অভিযান চলাকালিন প্রথম হামলা ছিল। এমন একটি বিমান হামলার মাত্র একদিন পরই প্রাণঘাতি দ্বিতীয় হামলাটি হল। সিএনএন, বিএনও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়