শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগের বোলিংয়ে সেরা মাশরাফি, ব্যাটিংয়ে শান্ত

স্পাের্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের পর্দা নামল আজ। বৃহস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। ডিপিএলে এবারের মৌসুমের সেরা বোলার আবাহনী লিমিটেডের হয়ে খেলা ওয়ানডে ফরম্যাটে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। আর ব্যাটিংয়ে সেরা নাজমুল হোসেন শান্ত। তিনিও খেলেছেন আবাহনী লিমিটেডের হয়ে।

১৬ ম্যাচ খেলে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন ৩৯টি উইকেট। এক ম্যাচে তিনি হ্যাটট্রিকও করেছিলেন। ডিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারের রেকর্ড এখন মাশরাফি বিন মুর্তজার দখলে। ৩৫টি উইকেট শিকার করে এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আবু হায়দার রনি।

অন্যদিকে, নাজমুল হোসেন শান্ত ১৬ ম্যাচ খেলে চারটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে করেছেন ১৪৯ রান। ৭৪৪ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন আবাহনী লিমিটেডের ওপেনার এনামুল হক বিজয়। তিনি দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। তৃতীয় অবস্থানে আছেন লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। ১৬ ম্যাচ খেলে ৭২০ রান করেছেন তিনি। নাঈম ইসলাম একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন।

ডিপিএলে সেরা পাঁচ ব্যাটসম্যান

১. নাজমুল হোসেন শান্ত (আবাহনী লিমিটেড)-৭৪৯ রান।

২. এনামুল হক বিজয় (আবাহনী লিমিটেড)-৭৪৪ রান।

৩. নাঈম ইসলাম (লেজেন্ডস অব ‍রূপগঞ্জ)-৭২০ রান।

৪. ফজলে মাহমুদ (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-৭০৮ রান।

৫. মোহাম্মদ আশরাফুল (কলাবাগান ক্রীড়া চক্র)-৬৬৫ রান।

ডিপিএলে সেরা পাঁচ বোলার

১. মাশরাফি বিন মুর্তজা (আবাহনী লিমিটেড)-২৯টি উইকেট

২. আসিফ হাসান (লেজেন্ডস অব রূপগঞ্জ)-২৯টি উইকেট।

৩. মোহাম্মদ শহীদ (লেজেন্ডস অব রূপগঞ্জ)-২৯টি উইকেট।

৪. ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)-২৯টি উইকেট।

৫. কাজী অনিক (মোহামেডান স্পোর্টিং ক্লাব)-২৮টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়