শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৮, ১১:২৫ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৮, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ বছর পর ইংল্যান্ডকে পাকিস্তানে আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক : ঈদের পর ক্রিকেট যাদের সর্বোচ্চ উৎসব সেই পাকিস্তানের মাটিতেই দীর্ঘ নয় বছর ক্রিকেট নিষিদ্ধ ছিল। বহু কাঠখড় পুড়িয়ে গত বছর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সে বছর লাহোরের মাটিতে পাকিস্তানের দর্শকেরা উপভোগ করেন পিএসএলের ফাইনাল, জিম্বাবুয়ে সফর এবং বিশ্ব একাদশের বিরুদ্ধে টি-২০ সিরিজ।

এ বছরের শুরুতে ক্রিকেট ফেরে করাচিতেও। পিএসএলের ফাইনাল এবং উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে ক্রিকেট ফেরে ক্রিকেটের নগরীতে। তবে এখানেই থেমে থাকছেনা পিসিবি। এবার পাক বোর্ডের লক্ষ্য ইংল্যান্ড দলকে দেশে আনা। ২০০৫ সালের পর দীর্ঘ ১৩ বছর পাকিস্তানের মাটিতে খেলার আমন্ত্রণ পেলো ইংলিশরা।

এ মাসেই করাচিতে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজের সফল আয়োজন শেষে ইংলিশদের আমন্ত্রণ করে বসে পাকিস্তান। অবশ্য এ ক্ষেত্রে দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়নি। দু’দেশের ক্রিকেট নিয়ে কথা হয়েছে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউয়ের মাধ্যমে ইংলিশ ক্রিকেট বোর্ডকে এ আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অর্থ দাঁড়ায় যে আমরা সন্ত্রাস ও মৌলবাদ পরাস্ত করেছি।’

এদিকে পাকিস্তানেও নিজ দেশের একটি ক্রিকেট দলকে দেখতে চান জানিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস ড্রিউ বলেন, ‘আমিও আশা করি খুব তাড়াতাড়িই ইংল্যান্ডের একটি ক্রিকেট দলকে পাকিস্তানে স্বাগত জানাতে পারবো।’ ডন, হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়