শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৮, ১১:০৯ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৮, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আফ্রিদির সমালোচনায় কপিল-টেন্ডুলকার-কোহলি

স্পোর্টস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। ফলে সামরিক-বেসামরিক নাগরিক ও বিদ্রোহীরা প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় বেশ উদ্বেগ প্রকাশ করে নিজের টুইটারে টুইট করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

প্রথমেই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভির ব্যঙ্গ করে এই টুইটের সমালোচনা করেছিলেন। এবার তার সাথে যোগ দিয়েছেন কপিল দেব, শচীন টেন্ডুলকারের মত কিংবদন্তিরা। এর পাশাপাশি আছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।

বিবিসির দেয়া খবর অনুযায়ী, ২ এপ্রিল তারিখে সামরিক-বেসামরিক ও বিদ্রোহীসহ ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। এই ঘটনার পর আফ্রিদি তার টুইটার থেকে টুইট করে লিখেছিলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরের চলমান পরিস্থিতি ভয়ঙ্কর ও উদ্বেগজনক। আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীনতার দাবি করতে গিয়ে নিপীড়ক শাসকের গুলিতে কাশ্মীরের নিরীহ জনগণ মারা যাচ্ছে। আশ্চর্য, কোথায় ইউএন (জাতিসংঘ) ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা? কেন তারা এই রক্তপাত বন্ধে উদ্যোগ নিচ্ছে না?’

এই টুইটের জবাবে গম্ভির অপ্রাপ্তবয়স্ক অ্যাখ্যা দিয়ে আফ্রিদিকে নিয়ে ব্যঙ্গ করেছেন। ভারতের সাবেক ক্রিকেট গ্রেটরাও চুপচাও বসে থাকতে পারেননি। শচীন টেন্ডুলকার জানিয়েছেন, তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো মন্তব্য আশা করছেন না, 'দেশের ব্যবস্থাপনা ও চালানোর জন্য অনেক যোগ্য মানুষই আছে আমাদের। আমরা কি করব তা বাইরের কারো জানার বা বলার প্রয়োজন নেই।'
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের মতে আফ্রিদির কথা কানে তোলাটাই উচিত নয়, 'সে কে? আমরা তাকে কেন গুরুত্ব দিচ্ছি? আমাদের কিছু নির্দিষ্ট মানুষকে গুরুত্ব দেওয়া উচিত না।'

ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তার গুরুত্ব দেশের প্রতি, 'বিষয়টা সম্পর্কে পূর্ণ জ্ঞান ও গভীরতা না বোঝা পর্যন্ত আমি এর সাথে যুক্ত হব না। তবে অবশ্যই গুরুত্বটা যে দেশের প্রতি এটা বলার প্রয়োজন নেই। যা এর বিরোধিতা করবে আমিও সেটার বিরোধিতা করব।'
সূত্র : ডিএনএ ইন্ডিয়া ডট কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়