শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোর্টনি ওয়ালস মাশরাফিদের হেড কোচ হতে চান

এল আর বাদল : চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর গত ৬ মাস ধরে বাংলাদেশ ক্রিকেট দল প্রধান কোচ ছাড়াই সময় পার করছে। আপদকালীন কোচ কোর্টনি ওয়ালসের হাত ধরে গত মার্চে শ্রীলঙ্কা সফর করেছে টাইগাররা।

আপদকালীন কোচ হলেও শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে মূল কোচেরই দায়িত্বপালন করেছেন তিনি। ওই সময়ে স্বাগতিকদের (শ্রীলঙ্কা) দু’দুবার হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলে বাংলাদেশ। এ অবস্থায় কোর্টনি ওয়ালসও দল নিয়ে বেশ আশাবাদী ওয়ে উঠেন। এই মুহূর্তে তিনি মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট দলে তিনি হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হওয়ার ক্ষমতা রাখেন।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) ওয়ালস সাংবাদিকদের জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলাদেশের হেড কোচের দায়িত্ব আনন্দের সাথেই পালন করবেন। সাবেক এই ক্যারিবিয় গতি-দানব বলেছেন, আমি জানি, বিসিবি একজন হেড কোচ খুঁজছে। যত দ্রুত আমরা হেড কোচ পাবো, ততোই ভালো। আমাদের মোমেন্টামটা চালিয়ে যেতে হবে।

যখন আমরা হেড কোচ পাবো তখন তা নিয়ে ভাববো এবং পরিকল্পনা করবো। আশা করি এমন একজনকে পাবো (হেড কোচ হিসেবে), যার সাথে সবাই আনন্দের সাথে কাজ করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যই আমার মূল লক্ষ্য।

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। আসন্ন সফরটাকে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং মানছেন কোর্টনি ওয়ালশ। তিনি বলেন, আমার মনে হয় এটা দারুণ একটা সফর হবে। আমরা জানি দেশের মাটিতে তারা কতটা ভয়ঙ্কর। তাই দেশের বাইরে এটা একটা চ্যালেঞ্জিং টেস্ট সিরিজ হবে। দুই দলই নিজেদের চেনানোর জন্য লড়বে।

ওয়ালস আরও বলেন, দেশের বাইরে টাইগারদের টেস্ট খেলার খুব একটা সুযোগ হয় না। এটা বাংলাদেশের পারফরম্যান্সের উন্নতির ক্ষেত্রে বাধা বলে আমি মনে করি। পর্যাপ্ত টেস্ট খেলতে না পারাটা অবশ্যই হতাশার। বেশি বেশি টেস্ট না খেললে তারকা খেলোয়াড় উঠে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়