শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ওয়ার্নারও শাস্তি মাথা পেতে নিয়েছেন

স্পোর্টস ডেস্ক: স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফটের পর ডেভিড ওয়ার্নারও ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শাস্তি মাথা পেতে নিলেন। কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে খেলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। কখনো আর অস্ট্রেলিয়ার নেতৃত্বেও বিবেচনা করা হবে না তাকে। এর বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল। তাতে সম্ভাবনা ছিল শাস্তি কমার। কিন্তু অপরাধের দুই সঙ্গী স্মিথ আর ব্যানক্রফটের মতো ওয়ার্নারও জানিয়ে দিলেন, তিনি আপিলের সুযোগ নেবেন না।
‘আজ ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিলাম যে আমাকে দেওয়া শাস্তি আমি পুরোপুরি মেনে নিয়েছি।’ অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ওয়ার্নার তার টুইটার অ্যাকাউন্টে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, 'আমি যা করেছি তার জন্য সত্যি দুঃখিত। ভালো মানুষ, টিমমেট এবং রোল মডেল হয়ে উঠতে আমার পক্ষে যা কিছু করা সম্ভব তার সবকিছুই করবো।'
এই তিনজনের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণার সময়ই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল আপিলের নিয়মটা। বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল আপিলের জন্য। শুনানি হতে পরে। কিন্তু স্মিথ ও ব্যানক্রফট বুধবারই জানিয়েছেন তারা আপিল করবেন না। আর এদিন সময় শেষ হওয়ার ঠিক ঘণ্টাখানেক আগে ওয়ার্নারও একই সিদ্ধান্ত দিলেন। তার মানে ওয়ার্নার ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য বিবেচিত হবেন না। খেলতে পারবেন না ওই বছরের ৩০ মে ইংল্যান্ডে শুরু বিশ্বকাপেও।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নিষিদ্ধ তিন ক্রিকেটারের শাস্তি কমানোর অনুরোধ জানিয়ে আপিল করে। তাদের দাবি ছিল, বল টেম্পারিংয়ের মতো অপরাধে শাস্তিটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু যাদের শাস্তি দেওয়া হয়েছে তারাই মেনে নিলেন সব। এই টেম্পারিংয়ের ঘটনা গত মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টে। ওয়ার্নার-স্মিথদের পরিকল্পনায় শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট।
সূত্র : ইএসপিএনক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়