শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:৫৩ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ-বাংলাদেশি জঙ্গি যোগে যুক্তরাষ্ট্রে একজনের দণ্ড

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একজনের পরিচালিত ব্রিটিশ-বাংলাদেশি একটি প্রতিষ্ঠান থেকে জঙ্গি কার্যক্রমের জন্য অর্থ নেওয়ায় যুক্তরাষ্ট্রে একজনের ২০ বছরের কারাদণ্ড হয়েছে।

মোহাম্মদ এলশিনাওয়ি (৩৩) নামের ওই ব্যক্তিকে এই সাজাভোগের পর ১৫ বছর নজরদারিতে থাকতে হবে বলে বাল্টিমোর সানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মেরিল্যান্ডের এজউডের বাসিন্দা এলশিনাওয়ি ২০১৫ সালে ওই জঙ্গি গোষ্ঠী থেকে পাঠানো অর্থ গ্রহণের কথা স্বীকার করেছিলেন গত বছর অগাস্টে।

মেরিল্যান্ড ফেডারেল কোর্টের বিচারক এলেন হল্যান্ডার শুক্রবার শাস্তি ঘোষণা করে বলেন, “সে (এলশিনাওয়ি) খুব স্পর্শকাতর একদল লোকের সঙ্গে মিলে কার্যক্রম চালাচ্ছিল।”

তিনি বলেন, তার কাছে পরিষ্কার যে, এলশিনাওয়ি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চাইছিল। তবে হামলার প্রস্তুতি কতটা সেরেছিল সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

দীর্ঘদিন নজরদারির পর ২০১৫ সালের ১১ ডিসেম্বর এলশিনাওয়িকে গ্রেপ্তার করে এফবিআই। ২০১৬ সালের জানুয়ারিতে তার বিরদ্ধে অভিযোগ গঠন করে বাল্টিমোরের ফেডারেল গ্র্যান্ড জুরি।

সেখানে বলা হয়, এলশিনাওয়ি ইবের মাধ্যমে কম্পিউটার প্রিন্টার বিক্রির নাটক সাজিয়ে পেইপ্যালের মাধ্যমে আইএস এর নেটওয়ার্ক থেকে অর্থ নেন। ওই অর্থ সন্ত্রাসী হামলায় ব্যবহারের পরিকল্পনা ছিল।

ফেডারেল আদালতে এফবিআইয়ের দেওয়া এফিডেভিটে বলা হয়, ওই পদ্ধতি ব্যবহার করে আইএস নেটওয়ার্ক যুক্তরাজ্য থেকে বাংলাদেশেও টাকা পাঠিয়েছে। আর এর পেছনে ছিলেন আইএস এর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ‘বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী’ সাইফুল হক সুজন।

আইএস এর ওই নেটওয়ার্কে যুক্ত বেশ কয়েকজন পরে যুক্তরাজ্য ও বাংলাদেশে গ্রেপ্তার বা নিহত হন বলে এফবিআইয়ের এফিডেভিটে উল্লেখ করা হয়।

এলশিনাওয়ি যুক্তরাষ্ট্রে জঙ্গি তৎপরতার জন্য মোট মোট আট হাজার ৭০০ ডলার গ্রহণের কথা স্বীকার করেন, যার অধিকাংশই সুজনের কোম্পানি থেকে পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১০ ডিসেম্বর সিরিয়ায় আইএস এর কথিত রাজধানী রাকার কাছে ড্রোন হামলায় নিহত হন আইএসের কম্পিউটার অপারেশন বিভাগের প্রধান সাইফুল হক সুজন।

যুক্তরাজ্যে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করা এই বাংলাদেশি সে সময় আইএস এর কম্পিউটার অপারেশন বিভাগের প্রধান ছিলেন বলে যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের ভাষ্য।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, সাইফুল হক সুজনের বাড়ি খুলনার পাকুড়তিয়া গ্রামে।

সিরিয়ায় সুজনের নিহত হওয়ার সপ্তাহ দুই আগে ব্রিটিশ গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কারওয়ানবাজারে তার প্রতিষ্ঠান আইব্যাকস টেকনোলজিস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

বিমান হমলায় সুজন নিহত হওয়ার ১৫ দিনের মাথায় ‘আইব্যাকসটেক নোলজিস লিমিটেডের’ সব কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাজ্য সরকার। বাংলাদেশেও বন্ধ হয়ে যায় এর কার্যক্রম।

অ্যাপ ও ওয়েবসাইট নির্মাতা প্রতিষ্ঠান আইব্যাকস টেকনোলজিসের মূল কার্যক্রম চলত যুক্তরাজ্যের কার্ডিফ থেকে। বাংলাদেশ ছাড়াও ডেনমার্ক, অস্ট্রেলিয়া, জর্ডান, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে এ প্রতিষ্ঠানের ব্যবসা ছিল। ওই ব্যবসার আড়ালে সুজন অর্থ পাচারে যুক্ত ছিলেন বলে এফবিআই তদন্তকারীদের ভাষ্য।

আইব্যাকসের মাধ্যমে সুজন কয়েক লাখ পাউন্ড ঢাকা হয়ে সিরিয়ায় পাঠিয়েছিলেন বলে সে সময় ব্রিটিশ গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছিল যুক্তরাজ্যের সংবাদপত্রগুলো।

আইব্যাকস বন্ধ হয়ে যাওয়ার পর ওই প্রতিষ্ঠানের কর্মীরাই পরে আগেরটির আদলে ডব্লিউএএইচএমআই (WAHMI) নামে বাংলাদেশে নতুন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলে। একই সময়ে সাইফুলের ভাই আতাউল হকও স্পেনে ‘আইসিংকটেল’ নামে একটি প্রতিষ্ঠান খোলে।

এই আইসিংটেলই (ISYNCTEL) ডব্লিউএএইচএমের সঙ্গে জঙ্গি অর্থায়নের কার্যক্রম পরিচালনা করত।

২০১৭ সালের সেপ্টেম্বরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আতাউল স্পেনে গ্রেপ্তার হন। সে সময় বাংলাদেশেও ডব্লিউএএইচএমআই’র কার্যালয় থেকে আটজনকে গ্রেপ্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সূত্র : বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়