শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:১৫ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের ‘সাজানো’ নার্ভ এজেন্ট হামলায় মস্কোর ১৪ প্রশ্ন

বাঁধন : সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর নার্ভ এজেন্ট হামলার তদন্তের ওপর ১৪ টি প্রশ্ন দাঁড় করালো লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে রুশ কূটনীতিক বহিষ্কার এবং এর পাল্টা জবাবে রাশিয়ায় অবস্থানরত একই দেশগুলোর কূটনীতিকদের বহিষ্কার করার কাঁদা মাখামাখি খেলার পর এই প্রশ্নের তালিকা দিল রুশ দূতাবাস।
শনিবার মধ্যরাতে আসা এই প্রশ্নের তালিকা তুলে ধরা হল -
১। কেন যুক্তরাজ্যের মাটিতে আসা এই দুই রুশ নাগরিকদের সঙ্গে মস্কোর সাক্ষাতের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে?
২। এই ঘটনায় আক্রান্তদের নির্দিষ্টভাবে কোন প্রতিষেধক ঔষধ দেওয়া হয়েছিল? এই হামলা হওয়ার পরপরই কিভাবে ডাক্তাররা এই ঔষধ তাদের হাতের নাগালে পেল?
৩। কোন যুক্তিতে এই হামলার তদন্তে ফ্রান্সকে যুক্ত করা হল?
৪। সালিসবারির এই ঘটনার তদন্তে ফ্রান্সের জড়িত থাকার কথা কি ওপিসিডব্লিউ (অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস) জানে?
৫। যুক্তরাজ্যে এই দুই রুশ নাগরিকদের সাথে ফ্রান্সের কি এমন সংযোগ আছে?
৬। যুক্তরাজ্যের কোন আইনে তাদের অভ্যন্তরীণ তদন্তে বাইরের কোন রাষ্ট্রের জড়িত থাকার বিষয়টির অনুমোদন দেয়?
৭। এই তদন্তে ফ্রান্সকে কি কি তথ্য এবং প্রমাণ দেওয়া হয়েছিল?
৮। সের্গেই এবং ইউলিয়া স্ক্রিপালের বায়োম্যাটেরিয়ালের নমুনা সংগ্রহের সময় কি ফ্রান্সের কোন বিশেষজ্ঞ সেখানে উপস্থিত ছিল?
৯। সের্গেই এবং ইউলিয়া স্ক্রিপালের বায়োম্যাটেরিয়ালের নমুনা কি ফ্রান্সের বিশেষজ্ঞরা পরীক্ষা করেছে? যদি তা করে থাকে, তাহলে কোন নির্দিষ্ট ল্যাবে এটি পরীক্ষা করা হয়?
১০। ফ্রান্সের দ্বারা তদন্তে উঠে আসা সকল তথ্য কি যুক্তরাজ্যের কাছে রয়েছে?
১১। ফ্রান্সের তদন্তে উঠে আসা সকল তথ্য কি ওপিসিডব্লিউয়ের সচিবালয়ের কাছে উপস্থাপন করা হয়েছে?
১২। কোন যুক্তিতে সালিসবারি ঘটনায় ব্যবহৃত পদার্থের সঙ্গে রাশিয়ার যুক্ত থাকার বিষয়টা নিশ্চিত করা হয়েছে?
১৩। যুক্তরাজ্যের কাছে কি ব্রিটিশ প্রতিনিধিদের উল্লেখিত ‘নোভিচক’ নার্ভ এজেন্টের কোন নমুনা আছে?
১৪। ব্রিটিশ প্রতিনিধিদের ‘নোভিচোক’ নার্ভ এজেন্টটি কি যুক্তরাজ্যেই তৈরি হয়েছিল নাকি অন্য কোথাও থেকে আনা হয়েছিল?
এর আগে এই প্রশ্ন তালিকার মত আরেকটি তালিকা প্যারিসে অবস্থিত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠিয়েছিল রুশ দূতাবাস। সেখানে ছিল ১০টি প্রশ্ন। সূত্র : আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়