শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:১৪ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৮, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে ইট-বালুর ব্যবসা

ডেস্ক রিপোর্ট : টঙ্গীতে সড়ক দখল করে চলছে ইট, পাথর ও বালুর ব্যবসা। নির্মাণসামগ্রী রাখার কারণে সড়কগুলো সংকুচিত হয়ে গেছে। ছাত্রছাত্রী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কে নিরাপদ চলাচলের স্বার্থে এসব সরানোর কোনো উদ্যোগ নিচ্ছে না গাজীপুর সিটি করপোরেশন।

সরেজমিন দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চলের প্রায় ১৮টি সড়কে দীর্ঘদিন থেকে ইট, বালু, পাথর, প্লাস্টিক এবং ভাঙাড়ি ব্যবসার জিনিসপত্র রাখা হচ্ছে। শহরের মূল সড়কের পাশাপাশি শাখা সড়ক সফিউদ্দিন সরকার একাডেমি সড়ক, টঙ্গী সরকারি কলেজ সড়ক, মিলগেট ও টঙ্গী সরকারি হাসপাতাল এলাকায় অর্ধশতাধিক ব্যবসায়ী তাদের জিনিসপত্র রাখার কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। টঙ্গী বাজার থেকে গাজীপুরা এলাকার সড়কের সাতাইশ চৌরাস্তার মোড়, মূল সড়ক এবং টঙ্গী থানা এলাকার সামনে থেকে নিমতলি ব্রিজ পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র সড়কের খালি অংশ, ফুটপাত এমনকি মূল সড়কেও রাখা হয়েছে। কলেজ গেট এলাকায় যাত্রীছাউনির তিন পাশ ঘিরে রাখা হয়েছে এসব মালপত্র, যার ফলে সড়ক ব্যবহারকারীরা এ ছাউনি ব্যবহার করতে পারছেন না। তাছাড়া সড়কের পাশে রাখা ইট, পাথর ও বালুর কারণে ধুলাবালির নিচে ঢাকা পড়ছে চারপাশ। আবার সড়কের অন্যপাশে ড্রেন থাকায় যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন ছাত্রছাত্রী ও পথচারীরা। বশির নামে এক পথচারী বলেন, আউচপাড়া এলাকায় প্রায় ১১ বছর ধরে বসবাস করছি। বিল্ডিংয়ের কাজের ইট, পাথর ও বালু এনে সড়কের অর্ধেক দখল করে রাখেন স্থানীয় কিছু সরকারদলীয় নেতা। এ ব্যাপারে কোনো কিছু বলতে গেলে অপমানিত হতে হয়। তাই অপমান হওয়ার ভয়ে চুপ করে থাকি।

ইট-বালু টানার কন্ট্রাক্টর আবদুল করিম জানান, বাড়ির মালিকরা স্থানীয় নেতাদের দিয়ে ইট-বালু এনে এখানে রাখেন। তারপর তিনি শ্রমিক দিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে দেন। এ ব্যাপারে স্থানীয় সরকার দলীয় নেতা ও টঙ্গী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক টুটুল মোবাইল ফোনে জানান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ সড়কে আমার একার ইট, বালি থাকে না। এখানে মসজিদ ও আরও বাড়ির মালিকদের মালামাল রয়েছে।

সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, স্থানীয় কিছু নেতা রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখেন। এ নিয়ে বারবার বলেও কাজ হয়নি। বেশি কিছু বলতে গেলে অপমাণিত হতে হয়। সিটি করপোরেশনকে লিখিতভাবে চিঠি দিয়েও কাজ হয়নি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম বলেন, রাস্তার ওপর কোনোরকম ইট-বালু ও দোকানপাঠ রাখা যাবে না। যদি কেউ রাখে, তাহলে ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারবেন। কয়েকবার জরিমানা করেছেনও। তিনি আরও বলেন, রাস্তার ড্রেন ভরে যায় ময়লা মাটি ও বালুতে। তারপরও রাস্তার ওপর নির্মাণসামগ্রী যাতে না রাখা হয়, সে জন্য ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা নিতে বলব। সূত্র : সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়